ইদানিং টুথপেস্ট কিনলেই থাকেনা।
কিনি আর সপ্তাহখানেক পর শেষ হয়ে যায়।
ভাবলাম ঘরের লোকজন দিনে ৫ বেলা ব্রাশ করছে নাকি?
কিন্তু ঘটনা উদঘাটন করলাম পরশু সকালে।
দেখি বারান্দায় বসে আমার পিচ্চি ভাতিজা রাফসান আর ভাগ্নি নাবিহা কি জানি করছে।
কাছে গিয়ে দেখি, রাফসান নাবিহার ব্রাশে পেস্ট লাগিয়ে দিচ্ছে
আর নাবিহা ব্রাশটা মুখে দিয়ে দাতে না ঘষে সরাসরি কামড়ে কামড়ে গিলে
খাচ্ছে। রাফসান ও হাত দিয়ে পেস্ট মুখে নিচ্ছে আর গিলছে।
দুইজন এত আয়েশ করে পেস্ট গিলছিল যে আমি বাধা দেয়ার প্রয়োজনই বোধ করিনি।
খাওয়া দা্ওয়া শেষ করে পেস্টের টিউবটা জায়গামত রেখে দিল।
দুই পিচ্চিই খাওয়া দাওয়া কম করে, রিতিমত বেগ পেতে হয় ওদের খাওয়াতে গিয়ে।
আমি আর আপু কিম্বা ভাবিকে ব্যাপারটা বললাম না,
ভাবলাম ভাত না খাক, অন্য কিছু একটা তো খাচ্ছে।



moral ০১: পেস্ট সম্ভবত খুবই উপাদেয় খাবার।
moral ০২: ঔষধ এবং পেস্ট শিশুদের নাগালের বাইরে রাখুন।


