পলাশ: সুমনের কান্ড দেখচস?
জিকো: কি করসে?
পলাশ: আর কইস না,
ও তো পরশু নতুন চাকরি পাইসে।
নতুন চাকরি নিয়ে নাকি ও প্রচন্ড ব্যাস্ত,
দুইটা দিন হয়ে গেল ও নিজের বাবা কে এখনও কবর দ্যায় নাই,
চিন্তা কর, চাকরি আগে নাকি বাবারে কবর দ্যায়া আগে??
জিকো চোখ বড় বড় করে, "কি কস, সুমনের বাবা মারা গেলো কবে?
কিভাবে মারা গেলো? আমি তো শুনিনাই।
দুইদিন হয়ে গেসে? এখনও কবর দ্যায় নাই?
কই রাকসে ডেড বডি?"
পলাশ জিকোর চাইতে দ্বিগুন চোখ বড় করে,
"আরে সুমনের বাবা মার গেসে আমি
কখন কইলাম? ওর বাবা তো বেচে আসে।
আমি বলসি ও যে চাকরি পাইসে এই কবর টা ওর বাবারে দ্যায় নাই।
আমি তো "কবর" বলসি, তুই "কবর" শুনলি ক্যামনে?
কানে ডিসটাব আসে তোর?
সামান্য "কবর" আর "কবর" এর মধ্যে ফার্থক্য বুজস না।
তুই না বাংলায় হনার্ছ?
বেটা "কবর" এর মানে বুজস না,
এই কবর মানে হল "নিউঝ, নিউঝ"..




(ভাসা ও ভানান ভিরম্ভনা- ০২)