সোনার রঙে স্বর্ণকেশ!
প্রথম আলো অনলাইন ডেস্ক
স্বর্ণকেশী যাঁরা, তাঁদের কদর বোধ হয় এবারে কমতেই যাচ্ছে। ফ্রান্সের গবেষকেরা সম্প্রতি চুলে সোনালি রং করার উপযোগী এক ধরনের ডাই বা রং তৈরি করেছেন। গবেষকদের দাবি, চুলে যাঁরা রং করতে চান, তাঁরা এ ডাই ব্যবহার করলে চুল সোনালি রং ধারণ করবে, আর রাতে আলট্রাভায়োলেট রশ্মির নিচে তা লালচে দেখাবে।
এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, অবশ্য সাধারণ রং করার প্রক্রিয়ার চেয়ে স্বর্ণকেশী হতে হলে একটু ভিন্ন পথেই হাঁটতে হবে। চুলে এই সোনালি রং করতে মোট ১৬ দিন সময় লেগে যেতে পারে। ধাপে ধাপে চুলে এ ডাই লাগাতে হবে। গবেষকেরা জানিয়েছেন, চুলের এ রং তৈরিতে সোনা ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে। তবে এ রং যথেষ্ট সাশ্রয়ী।
পিয়েরে অ্যান্ড মেরি কুরি বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিপ ওয়ালটার এ প্রসঙ্গে জানিয়েছেন, চুলে সোনার প্রলেপ দিতে চুলের ওজনের ০.৪ শতাংশ বা ০.৫ শতাংশ সোনার প্রয়োজন পড়বে।
কেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিউজকে ফিলিপ ওয়ালটার জানিয়েছেন, গড়ে মাথাপিছু ১০০ গ্রাম সোনার ডাই প্রয়োজন পড়তে পারে। চুলের তন্তুর সঙ্গে সোনার অণু যুক্ত হওয়ায় তা থেকে লাল আভা বিচ্ছুরিত হবে।
উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডের গবেষকেরা চুলের রং সোনালি করার প্রক্রিয়া উদ্ভাবন করেছিলেন। গবেষকেরা ভেড়ার লোমে এ রং ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিলেন।
তবে ফ্রান্সের গবেষক ওয়ালটার জানিয়েছেন, তাঁর গবেষক দলের উদ্ভাবিত প্রক্রিয়াটি সম্পূর্ণ আলাদা। এতে সোনার অণু চুলের সঙ্গে বন্ধন তৈরির সুযোগ পায়।
অস্ট্রেলিয়ার গবেষক মাইকেল করটি এ প্রসঙ্গে জানিয়েছেন, ফ্রান্সের গবেষকেদের এই উদ্ভাবন তাঁর কাছে আশ্চর্যজনক কিছু বলে মনে হয়নি। স্বর্ণের সঙ্গে জৈব পদার্থ মেশালে সহজেই স্বর্ণ অণু গঠিত হতে পারে।
গবেষক ওয়ালটার অবশ্য ফ্যাশন বা অন্যান্য কাজে তাঁর এ গবেষণা কাজে লাগাতে নারাজ। কোনো দ্রবণের মধ্যে বিষাক্ত উপাদান খোঁজ করতেই তিনি স্বর্ণ অণুযুক্ত রং ব্যবহার করতে চান।