২-৫. যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিক্ত ডিম্ব থেকে। পড়ো! তোমার প্রতিপালক মহান দয়ালু। তিনি মানুষকে জ্ঞান দিয়ে্ছেন কলমের। আর মানুষকে শিখিয়েছেন, যা সে জানত না। [৯৬]
রেনেসা পরবর্তীতে আসলে ইউরোপ খুব সহজ একটি কাজ করেছিল। তা হলো অনুবাদ। ওরা বুঝতে পেরেছিল, স্বজাতিকে আরবী শেখানো যাবে না। কারন আরবী তাদের মাতৃভাষা নয়। তাই গুটি কতেকজন যা আরবী শিখেছিল, লেগে গেল ১০০০ বছরের লব্ধ জ্ঞানকে অনুবাদ করতে। হ্যা, সম্পূর্ন করতে ৫০ বছর লেগেছিল, কিন্তু তারা অনুবাদ করেছে এবং গবেষনার পথ নিজে নিজে বের হয়ে গিয়েছে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০