বেশকিছুদিন ধরে খেয়াল করছি, বেশ রাতে আমার বড় ছেলেটার ঘরে আলো জ্বলছে। যদিও আমরা ওকে ছোটবেলা থেকেই রাত ৯ টার মধ্যে ঘুমোতে শিখিয়েছি। ছেলেটা নেশা করছে কিনা তাও খোজ নিলাম।
গতকাল নাস্তার টেবিলে জিজ্ঞাসা করলাম, তুমি কেন ইদানিং অনেক রাত করে ঘুমুচ্ছ? সে বলল, পাপা মুহিত আংকেলের সাক্ষাতকারে দেখলাম উনি অনেক রাত করে কাজ করেন, তারপর কাজ শেষে সকালে নাস্তা করে ঘুমাতে যান। আর পাপা! আমি বড় হয়ে মুহিত আংকেলের মতো বড় অর্থনীতি বিদ হতে চাই; তিনি আমার আদর্শ।
আমি একটি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মুহিত সাহেব ইনসমনিয়ায় আক্রান্ত একজন বৃদ্ধ। তিনি রাতে ঘুমুতে পারেন না। এটি একটি রোগ।
আজকে অফিসে আসার সময় দেখলাম ছেলেটা মন খারাপ করে পড়ার টেবিলে বসে আছে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৮