টেকনাফ এসেছি গত ২২ তারিখে। এক বছর থাকবো। টেকনাফ নিয়ে বিস্তারিত পরে....
এখন একটা কৌতুক।
শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী নারায়নের তপস্যা করে চলেছে এক সাধক দীর্ঘদিন ধরে। আজ তার তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং নারায়ন এসেছেন বর দিতে:
নারায়ন: বৎস কি বর চাও?
তপস্বী: আমি যতগুলো বর চাইবো আপনি দেবেন?
নারায়ন: সা বৎস! আমি তোমাকে তিনটি বর দেব। ইচ্ছে মতন চেয়ে নাও।
তপস্বী কিন্তু নাছোড়বান্দা। তার যত খুশি বর চাই। নারায়নও তিনটির বেশি বর দেবেন না কিছুতেই। তাই শেষ অবদি তপস্বী তিনটি বরেই রাজী হ'ল।
তপস্বী: ভগবান, প্রথম বরে আপনি আপনার গদাটিকে পাখির পালকে পরিনত করুন।
নারায়ন একটু অবাক হলেন। কিন্তু হাসিমুখে ভক্তের ইচ্ছে পূরন করলেন।
তপস্বী এবার দ্বিতীয় বর চাইল: ভগবান এবার আপনি আপনার ওই পালক দিয়ে আপনার কান পরিষ্কার করতে থাকুন।
এবার নারায়ন অবাক না হয়ে পারলেন না। তিনি ভাবলেন বুঝিবা ভক্তের মাথা খারাপ হয়ে গেছে। তাই বললেন: এভাবে তুমি বর নষ্ট কোরো না। এই দুটো বরে তোমার যা ইচ্ছে চেয়ে নাও।
একথা শনে ভক্ত একটু হেসে বলল: আমার অন্য কিছু চাওয়ার নেই। যা চেয়েছি আপনি তা পূরন করুন।
তাই হোক বলে নারায়ন সেই পালকটা নিজের কানে ঢোকালেন।
এবার তপস্বী নিজের আসল চেহারাটা প্রকাশ করলো: ভগবান, এবার আমি যতগুলো বর চাইব তা দেবেন বলে কথা দেন না হলে পালকটাকে আবার গদা বানাতে বলব!
[ইন্টারনেট হ'তে সংগৃহিত]