.
.
.
.
.
.
ছোট বেলা থেকেই রসায়ন ছিল আমার প্রিয় সাবজেক্ট !
রসায়ন পড়ে আর কিছু না পাইলেও প্রচুর মজা পাইছি !
দক্ষতার কথা বলতে গেলে . . . পর্যায় সারনী পুরোটা ছিল মুখস্থ ! কোন মৌল কোথায় অবস্থিত, দেখতে কেমন, খাইতে কেমন, কিভাবে খাইতে হয় সব ছিল মুখদর্পনে!
বিক্রিয়া পড়ে পড়ে শিখেছি কল্পনা করতে ! পৃথিবীটা কত সুন্দর বুঝতে শিখেছি !
জীবনে চলার পথে কত বাধা আসে, কিভাবে এগুলোর প্রতিবাদ করতে হয় এসব ও শিখছি বিক্রিয়া থেকে !
কত রকম ক্রিয়েটিভিটি যে আছে তা কিন্তু কেউ রসায়ন না পড়লে বুঝবে না ! দেখা গেল পরীক্ষা দিতে গিয়েছি বিক্রিয়া মনে পড়ছে না (পড়লে না মনে থাকার কথা ) ।নতুন নতুন কত বস্তু উত্পন্ন করছি খাতায়! শিক্ষার উদ্দেশ্য কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ানো বিক্রিয়া পড়ানো না ! রসায়ন এখানে সফল !
বন্ধন পড়ে শিখেছি ভালবাসা কি জিনিস ! শিখেছি কিভাবে একে অন্যের জিনিস নিজের করে নেয় (সক্রিয়তা)!
রসায়নের মত একটা মজার এবং জীবনবোধ সম্পন্ন বিষয় সম্পর্কে লিখতে গেলে, আমার হাত ব্যাথা হয়ে যাবে, মোবাইল হ্যাং হয়ে যাবে তবু লেখা শেষ হবে না । তাই ইনিংস সমাপ্ত ঘোষনা করছি!