ইন্টারনেট এ তথ্য খুজতে সবচেয়ে বেশি যে সার্চ ইঙ্গিন টি ব্য্যবহ্নত হয়, সেটিই হল গুগল। গুগল শুধু সার্চ ইঙ্গিন ই নয়, প্রয়োজনমত গুগল কে অভিধান, ক্যালকুলেটর, ইউনিট কনভার্টার হিসেবেও ব্য্যবহার করা যায়।
গুগল তেমন কিছু ব্যতিক্রমী ব্য্যবহার পদ্ধতি দাওয়া হলঃ
১) ক্যালকুলেটর হিসেবে গুগল: গুগল সার্চ বার কে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্য্যবহার করতে পারেন। গুগল এর বিল্ট-ইন ক্যালকুলেটর ফাংশফন ব্য্যবহারের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নগুলো ব্য্যবহার করতে হবে। আপনার প্রয়োজনীয় হিসাবের শেষে সমান (=) চিহ্নটি লিখুন। যেমন- সার্চ বারে যদি “৫+২=” লিখেন, টাহলে সার্চ রেজাল্টে এর যোগফল ৭ দেখাবে। গুগল এ দশমিকের হিসাবও করা যায়।
২) অভিধান হিসেবে গুগলঃ গুগল কে অভিধান হিসেবে ব্য্যবহার করতে পারেন। এ জন্য প্রয়োজনীয় শব্দের আগে “define” শব্দটি লিখতে হবে। তাহলেই সেই শব্দটি কোন ভাষার, অর্থ কী, কোথায় ব্য্যবহ্নত হয় এসব জানতে পারবেন। ধরুন, আপনি “health” শব্দটের প্রতিশব্দ চাচ্ছেন; তাহলে সার্চ বারে লিখতে হবে, “define: health”
৩) নির্দিষ্ট সময়ের তালিকাঃ আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন তালিকা খুজে পাতে চান, তাহলে “2010..2011 Books” লিখেন, তাহলে ২০১০ থেকে ২০১১ পর্যন্ত প্রতিবছরের সেরা বইগোলর তালিকা পাবেন।
৪) মুদ্রার মানঃ যদি এক দেশের মুদ্রকে অন্য দেশের মুদ্রায় কনভার্ট করে মূল্য দেখতে চান, তবে সেটাও সম্ভব। যেমন- আপনি জানতে চাচ্ছেন, পাঁচ মার্কিন ডললের কতো ইউরো। তাহলে গুগলের সার্চ বারে আপনাকে লিখতে হবে “5 usd in euro” , তাহলেই পায়ে যাবেন আপনের প্রয়োজনীয় তথ্য।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৬