ক'দিন থেকেই আমার চুরি হয়ে যাওয়া শৈশবটার কথা মনে পড়ছে খুব।সেই কবে চুরি হয়ে গেল।আজো খুজে পাইনি।আর পাব কি কখনো?না! তাইনা...!
আমার সেই সময়টা আশপাশের আর দশটা শিশুর মত কাটেনি।পরাধীন একটা সময়,বন্দি একটা জীবন।তবুও মিস করি।যদিও আমার কোনো খেলার সাথী ছিলনা।আমি কখনো বাড়ির সীমানার বাহিরে যেতে পারিনি একা একা।শুধু সারাদিনের শেষে বিকেলে ১-১.৫ ঘন্টা সময় পেতাম নিজের মত করে।না... ঠিক নিজের মত করে না।শুধু বাড়ির ভিতরেই একটু ঘুরাঘুরি এই যা।
বৃষ্টির দিন বিকেলে সেই স্বাধীনতা(?)টুকুও হারাতাম।বৃষ্টিতে যে ভিজতে দিবেনা।আর তাই তখনো থাকতে হত পড়ার টেবিলটাকে সাথে নিয়ে।তাই বৃষ্টি ভাল্লাগ্তোনা।তবুও বৃষ্টি আসতো।ঝুপ ঝুপ করে নেমে আসতো আমার বাড়িটায়।ভিজিয়ে দিয়ে যেত সব।কালো কালো মেঘগুলো যেন ভেসে বেড়াত আমারই মনের আকাশে।ভয়ংকর শব্দে বজ্রপাত,শোঁ শোঁ শব্দে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া পরাধীনতার কালো ছায়া হয়ে ছোট্ট মনটাকে জেঁকে ধরত।এখনো বৃষ্টি আসলে অকারনেই মন খারাপ হয়ে যায়।যদিও এখন আমি অনেক বড়।অনেক স্বাধীন(?)...
তবে ঝড় ভাল লাগে সবসময়ই।প্রচন্ড ঝড়ের সময় যখন বড় বড় গাছগুলো ভেংগে পড়ত।ঝড়ের পর ভাংগা ডালপাতায় ভরে থাকত চারদিক।ব্যাপারটা আমার ভাল লাগত দেখতে।ঝড়ের শক্তি দেখতে ভাল লাগত।ঝড়ের সাথে না পেরে বড় বড় গাছগুলো যখন এদিক ওদিক নুয়ে পড়ত জানালার ফাঁক দিয়ে দেখতাম দাড়িয়ে।অবশ্য বকা খাওয়ার ভয়ে এটাও বেশিক্ষন দেখতে পারতামনা।পালিয়ে যাওয়ার ইচ্ছা হত।
ছোট বেলায় খুব ইচ্ছে ছিল পালিয়ে যাব।এমন কঠিন বন্দি জীবন কার ভাল লাগে।যদিও সেটা হয়ে উঠেনি কখনো।যখনি পালানোর ইচ্ছা হয় তখনি মনে হত, পালিয়ে আমি যাব কোথায়- আমিতো কিছুই চিনিনা।তারপরই মনে হত চিনার কি দরকার একদিকে হাটা শুরু করলেই তো হয়।হাটতে হাটতে অনেক অনেএএএক দুর চলে যাব।আর কেউ পাবেনা আমাকে।কিন্তু না সেই চিন্তাটাও বাদ হয়ে যেত যখন মনে হত বাহিরে আমি খাব কি? বাড়ি থেকে খেয়ে বেরুলে সে খাবারে তো বেশিক্ষন থাকতে পারবনা। আর না খেলে আমি তো আর হাটতেও পারবনা। তখন সবাই আমাকে খুঁজে খুঁজে ঠিক বের করে ফেলবে।আর তখনকার অবস্থা আরো বেশি কঠিন হবে।
............................
আহা! একটা ছোট্ট শিশু বাসা থেকে পালাতে চাইছে।কিন্তু সে তা পারছে না।সে তার সেই ছোট্ট পৃথিবীটাতে ভীষন লোনলী ফিল করত।কল্পনার ডানায় ভর করে উড়ে যেতে চাইত। তার সে ইচ্ছাগুলো ভীষন কষ্ট হয়ে তার ছোট্ট মনের ভিতর ঝড় তুলে যেত।শিশুটা এখন বেশ বড় হয়েছে।এখনো কি সে তার স্বপ্নের স্বাধীনতা পেয়েছে?কখনো পাবে কি?
...........................
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১০