আইজক্যা বানিজ্যমেলা গেচিলাম এক বড় ভইনের লগে।বহুত ঘুরা ঘুরি কইল্লাম।বাপরে এক্কেরে টায়ার্ড হই গেচি।কেলান্তিতে দুই চোক ভাংগি আইসতেচে


আসলে ব্যাপারটা হল সামনেই অফিসের পিকনিক।তো তখন র্যাফেল ড্র সহ বিভিন্ন প্রাইজ থাকবে যেগুলো পছন্দ করে কিনার দায়িত্ব ছিল ঐ আপুর।আমি আমার ডেস্কে বসেছিলাম।আমার কিছু কাজ ছিল যা কিভাবে শুরু করব তাই ভেবে নিচ্ছিলাম।হঠাৎ উনি এসে বলল- "হেই পিচ্চি চল মেলায় যাই !"
আমি টাশকি খেয়ে বললাম বলেন কি- অফিস ফেলে মেলায় কেন? আর আজকে আমার অনেক কাজ আছে।যা হোক আমার সকল অজুহাত বিফলে গেল যখন উনি এমডি'র কাছ থেকে অনুমতি নিয়ে আসল আমাকে সাথে নেয়ার।কাজগুলো বাকিই থেকে গেল।
বিকেলে অফিসে ফিরে দেখি আমার ডেস্কটপটা হার্ট এটাক কর্ছে।উইন৭ ছিল।ওএস গেছে।রিপেয়ারও হচ্ছেনা।মেজাজটা পুরাই হালুয়া

খিদা লাগছে- খেয়ে আসি
