মৌলবাদী আলকায়দা জামাত শিবির এর কোন কিছুই যেন সহ্য হয়না। পহেলা বৈশাখ ও বৈশাখী উৎযাপন নিয়ে এবং মেয়েদের পড়া লেখা না করিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাসী বানিয়ে রাখার জন্য এরা সবচেয়ে বেশী তৎপর।
গতবছর রমজানে ঈদের ও ট্রাফিক জ্যাম হবে এই বাহনায় একদল চেষ্টা করেছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ব্যর্থ করতে চেয়েছিল। কিন্তু বীর চট্টলার বাংগালী সংষ্কৃতি প্রিয় মানুষ তা হতে দেয়নি।
অথচ জব্বারের বলিখেলা উপলক্ষে যে মেলা বসে সেখানে গেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এবার চট্টগ্রামের লালদিঘীতে ১১৪ তম জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। চাঁটগাইয়া রাণী নামক একজন ফেসবুক ইনফ্লুয়েঞ্জার এর তোলা কিছু ছবি পোস্টে শেয়ার করা হল। আমি নিশ্চিত ছবি গুলো আপনাকে নস্টালজিক করে দিবে।
চমৎকার আর্টিফিশিয়াল ফুলের অসাধারণ কালেকশন।
আগেও বলছি এক পোস্টে - এই পৃথিবীতে যা কিছু কিউট সুন্দর আনন্দের সবকিছুকেই কাঠমোল্লারা নিষিদ্ধ করে রেখেছে নিজেদের ধর্ম ব্যবসা করার স্বার্থে। ওদের পাত্তা না দিয়ে পরিবার ও প্রিয়জনকে নিয়ে জব্বারের বলি খেলা উপভোগ করুন প্রাণ ভরে। বলি খেলার ছবি গুলো তুলেছেন সাংবাদিক "কমল দাস " দাদা।আমি ১ তারিখ পর্যন্ত গ্রামে থাকব তাই এখনো মেলায় গিয়ে ছবি তুলতে পারিনি। আশা করছি খুব তাড়াতাড়ি নিজের তোলা ছবি ও মেলা ভিজিটের পর একটা ভ্লগ শেয়ার করব সামুতে।