ছবিঃ বলে নিসি হুয়াট্স আপ এ।
পোস্টে মাল্টি, ছাইয়া, নারী বিদ্বেষী, গালিবাজ ও ব্যক্তি আক্রমণ কারী নিষিদ্ধ।
কি অপরাধ পরিমণি আর রাজের? কেন এই নেতিবাচক মন্তব্যের মাধ্যমে অসভ্য আচরণ? কেন রাজ-পরীর সন্তানের ছবি পোস্ট করা পোস্টে নোংরা মৌলবাদী গোষ্ঠী? পরমনীর অপরাধ কি? সে সন্তান জন্ম দিয়েছে? রাজের সাথে প্রেম করে বিয়ে করসে? নাকি তার একমাত্র অপরাধ সে নায়িকা?
একশ্রেণির অসভ্য বেয়াদব পরী রাজকে নোংরা ব্যক্তি আক্রমণ করেছে এমন কি নিষ্পাপ নবজাতক কে নিয়ে নোংরা মন্তব্য করেছে? এরাই আবার শিষ্টাচার এবং সভ্যতা শিখায়। দুঃখের বিষয় হলেও সত্য মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানসিকতা এমন নোংরা। এরা মৌলবাদী।
বোট ক্লাবের মেয়েবাজরা যখন ওর সাথে অসভ্যতামি করেছিল তখনও এই মৌলবাদী গোষ্ঠী ঐ লোক গুলোর পক্ষে গিয়ে পরীকে নির্লজ্জ গালি দিয়েছিল। তবে আমাদের ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের একটি শক্তিশালী অংশ পরীর পক্ষে লেখালেখি করায় সে ন্যায় বিচার পায়।
একজন মিডিয়া কর্মী হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ অন্যায় না করলে কোন নায়ক নায়িকা তো দূরের কথা তাদের এসিস্ট্যান্ট পর্যন্ত সিনক্রিয়েট করবেনা। কারণ রেপুটেশন।
পরি নির্দোষ ফেরেস্তা কাউলে বলেনি।তবে সে ভন্ডামি করেনি। যে যেরকম সেভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করেছে। সুশিলতার মুখোশ পরেনি। মিডিয়ায় তার রেপুটেশন একটা ক্ষেত্রে খুবই খারাপ। সিডিউল মিস করে। হুট করে ফোন টোন বন্ধ করে গায়েব হয়ে যায় মাঝে মাঝে। ড্রাংক থাকলে ও রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে কি করে নিজেরাও জানেনা।
এদেশে সবচেয়ে বেশী মেন্টাল টর্চার করা হয় মিডয়ায় যে সব নারীরা কাজ করে তাদের। কত রকম প্রতিকূলতা ওভারকাম করতে হয় প্রতিদিন প্রতিমুহূর্তে।
কেন এই হীনমন্যতা? কেন এই নোংরামি? কেন পরীর সন্তানকে ওয়েলকাম করতে নেতিবাচক হবো? কেন এই মানসিক দৈনতা? কেন এই নোংরা নেতিবাচক ট্রোল?
তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেনঃ মিডিয়ার সেলিব্রিটিরা নবজাতকের মুখ দেখায়না। কিন্তু পরী দেখিয়েছে।এটা আসলেই প্রশংসনীয়।
প্রতিদিন জয়া আহসান, পরিমণি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিমরা যে পরিমাণ মেন্টাল অত্যাচার অনলাইনে সহ্য করে এটার জন্য তাদের সরকারের পক্ষ থেকে, এক একজনকে সাহসী যুদ্ধার মুকুট পরানো উচিৎ।
একদিন সবকিছু নষ্টদের অধিকারে চলে যাবে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭