হিমেল হাওয়া বইছে। সেই হাওয়ায় উড়ছে তরণীর খোলা চুল। উড়ে উড়ে চুলগুলো অর্ণবের মুখে এসে পড়ছে। চোখ বন্ধ করে তরণীর চুলের ঘ্রাণ নিচ্ছে অর্ণব। তরণী কোন কথা বলছে না। কেমন যেন চুপ হয়ে আছে সে। তাই অর্ণব জিজ্ঞেস করল,
- ‘আচ্ছা তরণী, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা?'
- ‘কাজল।’ খানিকটা ভেবে তরণী জবাব দিল।
- ‘কাজল কেন? চোখের কোণে লেপ্টে থাকে বলে?’
- ‘উঁহু।’
- ‘তাহলে?’
- ‘কারণ, কাজলে মেয়েদের এক জীবনের সকল দুঃখ মিশে থাকে।’
- ‘ও।’
- ‘তোমার প্রিয় কোনটা?’
- ‘জল।’ মলিন মুখে বলল অর্ণব।
- ‘জল কেন?’
- ‘জল ছাড়া কাজল ভেজে না যে!’
-মনশ্মশান(গোলাম রাব্বানী)