তোমরা করলে লীলা খেলা আর ওরা করলেই বিলা...
জামাত-শিবির পরিচালিত মাসিক পত্রিকা "কিশোর কন্ঠ" এর ১৯৯৮ সালের নভেম্বর সংখ্যায় ৮৭ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিলো মহানবী (সা) কে ব্যঙ্গ করে লেখা একটি কৌতুক। ওই সময় কিশোর কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন শিবির নেতা মতিউর রহমান আকন্দ।
প্রথম আলোর ক্ষেত্র্রে ফলাফল: জামাতের চাপে 'আলপিন' ম্যাগাজিন চিরতরে বন্ধ করতে হয়, ঐ কার্টুনিস্টকে জেল খাটতে হয়, আলপিন সম্পাদককে চাকুরি থেকে অব্যহতি দেয়া হয়। এবং প্রথম আলো সম্পাদককে বায়তুল মোকাররমের খতিবের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং তওবা করতে হয়েছিলো।
শিবিরের ক্ষেত্রে : মহানবী (সা.) কে ব্যঙ্গ করা 'কিশোর কন্ঠ' এখনো পূর্ণদ্যোমে লাখো স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মগজ ধোলাই অব্যহত রেখেছে।তাদের কিসস্যু হয় নি। কিসস্যু না।
মূল কথাঃ মহানবী (সা.) কে ব্যঙ্গ করা কখনও, কোনভাবেই সমর্থনযোগ্য নয়, সেটা যেই করুক। প্রথম আলো সেজন্য শাস্তি ভোগ করেছে। একই অপরাধে অভিযুদ্ধ শিবিরের ব্রেইনওয়াশ ম্যাগাজিন 'কিশোর কন্ঠ' বন্ধের দাবি এবং কিশোর কন্ঠের সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হচ্ছে।
[টপিকটা পুরনো এবং শাহবাগ সাইবার যুদ্ধ পেইজ থেকে নেওয়া]