গোলাম মহিউদ্দিন নসু
বেগমগঞ্জ,নোয়াখালী
নোয়াখালী জেলার অন্যতম বানিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা ও জেলা শহর মাইজদিতে প্রি-পেমেন্ট মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে।
বিদ্যুৎ বিতরন বিভাগের কুমিল্লা আঞ্চলিক প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ ২৮ জুলাই নোয়াখালীতে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রাথমিক অবস্থায় নোয়াখালী অঞ্চলে ৩শ এবং চৌমুহনী অঞ্চলে ৩শ মোট ৬শজন থ্রি-পেইজ গ্রাহকদের বর্তমান মিটার পরিবর্তন পূর্বক বিনা মূল্যে প্রি- পেমেন্ট মিটার স্থাপন করা হবে। ক্রমান্বয়ে নোয়াখালী অঞ্চলের প্রায় ৬০ হাজার এবং চৌমুহনী/বেগমগঞ্জ অঞ্চলের ৩৩ হাজার গ্রাহকদের মিটার ফ্রি- পেমেন্ট মিটারে রুপান্তরিত করা হবে।
বর্তমানে ওভার বিলিং, আন্ডার বিলিং ও গড় বিলের জন্য গ্রাহকগন অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ বিতরন অফিসে অভিযোগ করে চলেছে।গ্রাহকের এ সব হয়রানি দুর করন কল্পে এবং প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের ধারা বাহিকতায় মোবাইল ফোনের মতো টাকা রিচার্জ করে ফি-্র পেমেন্ট মিটার রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। মিটার রিচার্জের সুবিধার্থে প্রাথমিক অবস্থায় শাহজালাল ইসলামী ব্যাংকে একটি বুথ খোলা হয়েছে। এ ছাড়া গ্রামীন ও রবি ফোন সেন্টার হতেও মিটার রিচার্জ করা যাবে বলে নোয়াখালী বিউবো চৌমুহনী বিদ্যু বিক্রয় ও বিতরন বিভাগ এ সব তথ্য জানিয়েছেন।নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান আরো জানান, গ্রাহক সেবার মান উন্নয়নে বিদ্যমান এনালগ মিটার পরিবর্তন করে ফ্রি পেমেন্ট মিটার স্থাপনের ফলে গ্রাহক ভোগান্তি কমে যাবে এবং সরকারের রাজস্ব আদায় সহজ হবে।এ কাজে সকলের সহযোগীর জন্য তিনি আহব্বান জানান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৭