গোলাম মহিউদ্দিন নসু, নোয়াখালী থেকে
নোয়াখালীর বেগমগঞ্জে দানবরুপী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সিভিল ইঞ্জিানয়ার আনোয়ার হোসেন তারেক (২৬)প্রকাশ আরিফিন তারেক নামে এক যুবক অকালে মৃত্যু বরন করেন।
রোববার রাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। নিহত আরেফিন তারেক একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ির বাহার মিয়ার ছেলে। মৃত্যুকালে বাবা-মা এবং ইতালী প্রবাসী একভাইসহ ৩ ভাই এক বোন রেখে গেছেন। তাঁর এ অকাল মৃত্যুতে নিজ বাড়ীসহ এলাকায় শোকের মাতন চলছে।
জানা গেছে,বন্ধু বৎসল তারেক ইঞ্জিনিয়ারিং পাস করেও বন্ধুদের সাথে গাবুয়া বাজারে মেটাল ইঞ্জিয়ারিং ব্যবসা শুরু করে। রোববার রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে একলাশপুর বাজার যাইতেছিলেন। পথে একলাশপুর বাজারের দক্ষিনে কাজি বাড়ীর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারেক। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার বাদ জহুর নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মোঃ নূরে আলম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। ঘাতক ড্রাইভারকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩