হাড়মাস কালি করা কিছু লোক
আঁকচাআঁকচির মধ্যে ঠেলে নিয়ে যায়
নিয়ে যায় গর্ত থেকে আর এক গর্তে,
কখনো স্বাগত জানায় না -
বিশ্বস্ততা, সদাচরণ ও সত্যনিষ্ঠা,
কাটা ঘায়ে নুন-ছিটা দেওয়ার পর
নিজ দাঁত দিয়ে ছড়ায় উঠানে বিষ্ঠা!
গুপ্তমন্ত্রণায় আর যন্ত্রণায় তৈরি করে ফেলে
কত নিগ্রহ ও মতভেদ!
ক্লেদমাখা বিপন্নতা দিয়ে
অকূলে কখনো কূল পাওয়া যায়না।
সেটা তারা জানে - তারপরও টেনে আনে
দুঃসময় ও বিপত্তিকাল!
যদিও নিজেকে ভাবে শৌর্যশালী
নিজের মুখেই লাগে নিজের জুতোর কালি,
মূঢ়তা ও ক্ষুদ্রতার চিহ্ন হয়ে থাকে
- তা তারা জানে না!