১
বৃষ্টিমুখরিত রাতে মুখরারমণী
মুখর হলে প্রকৃতিও কষ্ট পায়
মেঘবহ্ণি আগুন ছড়ায়।
২
শজিনার পাতা ভিজে ভিজে ব্যাকুলতা তৈরি করে
কামরাঙা জল পেয়ে কীসের ইঙ্গিত দেয়
বাসক পাতার ভেতর ! রক্তচিতার ভেতর !
জলচেতনার ছায়া খেলা করে।
৩
মজাপুকুরের জল আনো টেনে
এঁদোপুকুরের খিঁড়কিদুয়ার খুলে দাও
স্রোতস্বিনীর সঙ্গে সম্পর্ক করো
কল্লোলিনীর হাত ধরে নেচে ওঠ।
৪
চোখ আজ আর্দ্র, জলসিক্ত চোখে
পূর্ণগ্রাস, জল নেই
শোকভূমি তৈরি হয়
ধূ-ধূ মাঠে মৃগতৃষ্ণা নিয়ে থাকি।
৫
বৃষ্টিপাতের পর ভূমিকর্ষণ
লাঙল দেওয়া
কৃষি জমি জেগে ওঠে
কৃষকের ভেতর শস্যোৎপাদনের অরণ্যপুষ্প।
৬
জলকাদা মেখে ভদ্রলোকের পা
যেতে পারে না বিজয়নগর থেকে শান্তিনগর
পাথুরে মাটিতে থাকতে থাকতে
স্বভারের দোষ --মোষ হয়ে যায়।
৭
জল নিয়ে গিরিমাটিও সিক্ত হয়
কাঁকুরে মাটিও প্রাণ পায়
পলিমাটি ঘ্রাণ ছড়ায় ফসলের
জলছাড়া মৃত্তিকা শুধুই পরিত্যক্ত ভূমি।
৮
মরুভূমি - তার কাছে জল নিয়ে যাও
জলের উপরে থেকেও সে নিঃসহায়-বন্ধা
মরুমায়া থেকে শুধু মরীচিকা দেখা যায়
জলের অভাবে বৃক্ষহীন।
৯
হাতে জল নাও, জলে
হও পরিষ্কার, ঘরে কাদা-পায়ে
কেন? কেন ম্রিয়মাণ?
শরীরে তোমার লেগে আছে ঘিনঘিনে ময়লা ও গন্ধ
জল দিয়ে ধোয়াপাগলা করে নাও।
১০
জলের উদারতা নিয়ে
জাগে মহাপ্রাণ
বৃষ্টিজল - প্লাবনের জল
এসে মিশে যায়, এরপর
সমুদ্র-হৃদয়।