জ্ঞানের চক্ষে ধ্যান করে যে সদা কান পেতে রয়,
সে বুঝিতে পারে মহান আল্লাহ কার মুখে কথা কয়-
হে আত্মা, যখন মাবুদের সাথে তোমার যোগাযোগ স্থাপিত হয়ে যাবে, তখন কী ঘটতে পারে? তা কি বুঝতে পারছো? বিনা তারের সংযোগ , অথচ কত শক্তিশালী? ঝড়-বন্যা-ভূমিকম্প কোন কিছুই এটাকে বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখে না। কী অদ্ভুত শক্তি এই বন্ধনের! তোমার শরীর তখন আর শরীর থাকে না, হয়ে যায় যোগাযোগের এন্টিনা। তোমার এন্টিনায় একেকটা বার্তা ধরা পড়ে, আর সে বার্তার মাহাত্ম্যে কেঁপে কেঁপে উঠে তোমার ভেতর-বাহির সব কিছু।
হে গর্বিত আত্মা, তুমি শুক্রিয়া জানাও, তোমার মাবুদের কাছ থেকে যে অমৃত পেয়েছ তার জন্য। কৃতজ্ঞ চিত্তে তারই পানে চেয়ে থাকো, এর চেয়ে বেশি আর কি চাই তোমার? হ্যাঁ, তোমার চূড়ান্ত আকুতিও পূরণ হবে। আরও একটু ধৈর্য্য ধরে অপেক্ষা কর, তোমার রব তোমাকে বঞ্চিত করবেন না। কেননা তিনি মহান, অসীম তার দয়া। তার প্রেমের সাগরের কখনো ভাটা আসে না, সদা জোয়াড় বয়ে চলেছে সেই অনন্ত প্রেমময় সাগরে। সে সাগরে ডুবার জন্য তুমি তৈরি হও।