নাম:আরিফ থেকে আনা
এইত কয়দিন আগেই হের জনমদিন গেল,বেশ ধুমধাম কইরাই পালন করসে নাকি। পার্টিতে ছিল নানান রকম খাওন তার চেয়েও বড় বিষয়
হল জন্মদিন হের কিন্তু কেক,কোক, আর খাবার দাবার সবই আরিফের
কাছ থেকে আনা হয়েছে

আফসুস।
ব্লগার তিনি খারাপ না কিন্তু পোষ্ট দেন অনেক কম ১১ মাস তিনদিনে
তিনি মাত্র ৫ টি পোষ্ট দিয়েছেন। তার মধ্যে তিনটা টেকি একটা ফটুক মার্কা পুষ্ট টেকি পোষ্ট গুলান দারুন তাছারা তাকে আগে অনেক ব্লগে দেখা যেত প্রায় পোষ্টে কমেন্টাইত তবে মাঝে নাকি আরিফ অনেক ব্যস্ত হয়ে পড়েছিল তাই আরিফ থেকে আইনা সে কমেন্ট কেন পোষ্ট ও দিবার পারতেসিল না তয় এখন আবার হে ব্লগের এক্টিভ ব্লগার হইয়া যাইতাসে মনে হয় এখন আরিফ ফ্রি আসে।
ব্লগার পরিসংখ্যান
.....................
# পোস্ট করেছেন: ৫টি
# মন্তব্য করেছেন: ৪৯৮২টি
# মন্তব্য পেয়েছেন: ৫৭৪টি
# ব্লগ লিখেছেন: ১১ মাস ৩ দিন
ছবি:
-------------------------------------------------
নাম:
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৪