সামুতে ছবি আপলোড নিয়ে সব ব্লগারই এখন সমস্যার পরছেন।আগেও মাঝে মাঝে এই বাগটি ব্লগারদের বিরক্ত করত, কিন্তু সমস্যাটি এখন আগের চেয়েও আরও প্রকট আকার ধারণ করেছে। ছবিযুক্ত করুন -অপশন থেকে ছবি আপলোড করতে গেলে, নিচের এররটি শো করছে (যদিও ইমেজ সাইজ ৫০০ কেবি থেকে কম)ঃ
The upload path does not appear to be valid. Allowed Image Types: .jpg,.jpeg,.gif,.bmp,.png Allowed Image Size: Not more than 500KB
চলুন দেখি সবচেয়ে সহজে এবং ঘূণপোকা কি প্রসেসে সামুতে পিক আপলোড করে।
ধরি আমাদের সামুর এই ব্যানারটি আপলোড করতে হবে। এখন আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে কিভাবে এই ব্যানারটি আপলোড করতে হবে।
ধাপ-০১ঃ
প্রথমে পোস্টের কোন জায়গায় ছবিটি আপলোড করতে চান, সেখানে মাউস দিয়ে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করুন। নিচের ছবিটির মত একটি ওয়েব পেইজ লোড হবে। উপরের ডান পাশে সাইন-আপ অপশন থেকে আপনার সুবিধার জন্যই সাইন-আপ করে নিন। সাইন আপ না করলেও হবে। কিন্তু তখন একটু বাড়তি ঝামেলা পোহাতে হবে।
আশা করছি আপনি সফলভাবে সাইন-আপ করতে পেরেছেন। এবার উপরের বাম পাশের কর্নারের আপলোড ইমেজ লেখা অপশনে ক্লিক করুন।
তারপর নিচের ছবিটির মত একটি পপ-আপ ইউন্ডো আসবে।
সেখান থেকে ব্রাউজ ইউর কম্পিউটার -এ ক্লিক করুন। কম্পিউটারের যেখানে ছবিটি রাখা আছে, সেখান থেকে মার্ক করে, ওপেন অপশনে ক্লিক করুন।
ধাপ-০২ঃ
এবার নিচের ছবির মত একটি পপ-আপ ইউন্ডো আসবে। নিচের ১ নম্বর বক্সে দেখানো বক্সটি ক্লিক করে টিক মার্ক করে, দুই নাম্বার বক্সের স্টার্ট আপলোড -এ ক্লিক করুন।
আপলোড শেষ হলে সেইভ করুন। নিচের ছবিটি দেখুন।
সেইভ করার পরে নতুন একটি ইউন্ডো আসবে, সেখানে থেকে ডিরেক্ট লিঙ্কটি কপি করুন।
ধাপ-০৩ঃ
সামুর লেখায় ছবি যোগ করুন অপশনে ক্লিক করুন।
নতুন একটি পপ-আপ ইউন্ডো আসবে। সেই বক্সের উপরের ইউ আর এল থেকে অপশনে লিক করলে লিঙ্ক যোগ করার অপশন আসবে। সেখানে পূর্বে কপি করা লিঙ্কটি পেস্ট করে দিন। বক্সে যে http:// লেখা আছে, সেটি অবশ্যই কেটে দিবেন এবং পেস্ট করা লিঙ্কের প্রশ্ন মার্ক (?) এবং নাম্বারটি কেটে দিবেন।
এবার ছবিটি দেখুন অপশনে ক্লিক করুন, বাম পাশের কোনায় নিচের দিকে আলোচ্য ছবিটি ছোট করে শো করবে।
ছবির দায়-দায়িত্ব আপনার নিশ্চিত করতে, বাম পাশের একেবারে নিচের দিকের বক্সটি টিক মার্ক করে ইন্সার্টে ক্লিক করুন।
এটাই আমাদের আলোচ্য ছবি।
এভাবে বাকী ছবিগুলি (যদি থাকে) আপলোড করে, পোস্ট প্রকাশ করুন।
আশা করি কাজে লাগবে।
উৎসর্গঃ আলম দিপ্র এইটে পড়ুয়া, সামুর সবচেয়ে ছোট ব্লগারকে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১