যাই হোক মনোরম দৃশ্যাবলীর সাথে ওর সহজবোধ্য আর আকর্ষনীয় বর্ণনা আমি নতুন করে ইটালীর প্রেমে আবদ্ধ হই । প্রথম বার আবদ্ধ হয়েছিলাম বিখ্যাত গায়ক টোটো কুতাগ্নর গান শুনে । গানের কথা কিচ্ছু বুঝিনি কিন্তু এখনও কানে বাঝে । সন্দেহ নেই যে কেউই আন্দোলিত হবে মোহিত হবে । ওর উপস্থাপনার সবচেয়ে আকর্ষনীয় আর বৈচিত্র ময় বিষয়টি ছিল এক ধরনের নাচের । নাচটা দেখেই মূলত মনোযোগ দেই, কিনতু নাচের নামটা মিস করেছি ।
অদ্ভুৎ ধরনের নাচ, শুধু মাটিতে গড়িয়ে গড়িয়ে নাচ । সাদা পোষাকের নর্তকী পিঠে গড়িয়ে গড়িয়ে নাচলো । অত্যন্ত দ্রুততার সাথে সাধারণ ভাবে নাচা ঐ নাচে নান্দনিক উপযোগ কম ছিলনা । ঐ নাচ অনেক প্রচীন কালের । আগে জড়া - স্থবিরতা কাটানোর জন্য ঐ নাচ করা হতো । বোধহয় ওঝাদের ঝাড় ফুকের আরেকটি সংস্করন । কিন্তু এখন ওটা সোশাল পার্টি ড্যানস হয়ে গেছে । পালা পার্বন বা সামাজিক অনুষ্ঠানে নাচটি জনপ্রিয় হয়ে উঠেছে ।