হজ্ব করতে গিয়ে আমরা সকলেই জমজমের পানি নিয়ে আসি । মুসলমান ধর্মের মানুষদের কাছে জমজমের পানি অতি পবিত্র বলে ধরে নেয়া হয় ! জমজম কূপটির অবস্থান কাবাঘর থেকে ২১ মিটার পূর্ব দিকে! জমজম পানি কুপের সৃস্টি ইতিহাস কারও ই অজানা নয় তাই সেই প্রসংগে যাচ্ছি না তবে অনেকের কাছে অজানা এমন কিছু তথ্য দিতে চাচ্ছি ।
জম জম পানির কুপ নিয়ে বিস্তর গবেষনা হয়েছে এবং এখনও চলছে । এমনকি 'জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার' আছে সৌদি জিওলজিক্যাল সার্ভের।
মাটি থেকে প্রায় ১০.৬ ফুট নিচে জমজম কূপের পানির স্তর। কখনো কখনো জমজমের পানি ৮,০০০ লিটার প্রতি সেকেন্ডে ২৪ ঘণ্টা ধরে পাম্প করা হয়। তখন পানির স্তর ৪৪ ফুট নিচে নেমে যায়। কিন্তু পাম্প বন্ধ করার মাত্র ১১ মিনিটের মধ্যে তা উঠে আসে ১৩ ফুট ওপরে!!!! প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি পাম্প করার মানে হচ্ছে, এক দিনে প্রায় ৬৯০ মিলিয়ন লিটার পানি উত্তোলন হয়। তাই বিজ্ঞানীরা অবাক হন ভেবে, কিভাবে ১১ মিনিটের মাথায় তা আগের অবস্থায় ফিরে আসে!!!!
অাল্লাহর কুদরতে প্রাকৃতিকভাবেই এখানে একটি অতিরিক্ত একুইফার আছে।জেনে নেই একুইফার কি ? একুইফার হচ্ছে ভূগর্ভস্থ পানির একটি স্তর, যা একটি ভেদ্য শিলার জন্ম দেয়, যার মাধ্যমে ভূগর্ভস্থ পানি সহজে নিষ্কাশন করা সম্ভব হয়।
জমজমের পানির কিছূ বৈশিষ্ঠ হলোঃ
ক) জমজমের পানির কোনো রং নেই, এমনকি কোনো গন্ধও নেই।
খ) এর একটি স্বতন্ত্র স্বাদ আছে। পানি সাধারণত আমাদের পিপাসা মেটায়; কিন্তু জমজমের পানি পিপাসার সঙ্গে সঙ্গে ক্ষুধাও মেটায়।
(ইউরোপিয়ান ল্যাবরেটরি জমজমের পানির নমুনা সংগ্রহ করে গবেষণা করে দেখেছে, এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আধিক্য রয়েছে। ফলে এটি ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে।)
গ) এতে ফ্লোরাইডের ভূমিকা আছে, যা জীবাণু প্রতিরোধে সহায়ক।
জাপানি বিজ্ঞানী মাসারু এমোটোর গবেষণার কিছূ ফলাফল তুলে ধরা হলোঃ
☆ সাধারণ পানির ১০০০ ফোঁটার সঙ্গে যদি জমজমের পানির এক ফোঁটা মেশানো হয়, তাহলে সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়।
☆ জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না।
☆ জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে, তা পৃথিবীর অন্য কোনো পানির নেই।
☆ জমজমের পানির উপাদানগুলোকে পরিবর্তন বা রূপান্তর করা যায় না।
তথ্য সুত্রঃ দেশি বিদেশি ওয়েব সাইট
( অনেকদিন পরে ব্লগ পোস্ট দিলাম পাঠকদের পোস্ট পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ , মন্তব্যের উত্তর দিতে দেড়ি হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন । )
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১১