আগামি ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ ডে হতে যাচ্ছে !!!!! এটা আমার প্রথম ব্লগ ডে । এর আগে কোনদিন কোন ব্লগ ডে তে যাই নাই , অনেকেই অই দিন ব্লগ ডের জন্য অনেক কিছু চিন্তা করে রেখেছেন । আসেন একটু শেয়ার করি কিভাবে দিনটিকে সুন্দর আনন্দময় ও ভালো ভাবে উদযাপন করা যায়।
আমার নিজের কিছু ধারনা আপ্নাদের সাথে শেয়ার করি :
ஜ۩۞۩ஜ
আমার মনে হয় অই সময় কিছুটা শীত শীত ভাব থাকবে , তাই বিকালের দিকে ঠান্ডা পরবে শীতের গড়ম কাপর সাথে আনতে হবে, (চামে চিকনে ইসটাইলিস জ্যাকেট ফর্মুলা ) অবশ্য আমার লাভ নাই, আমারে আর দেখবো কেডায় !!!!!!! ।
ஜ۩۞۩ஜ
যারা গিটার, বাশি , বেহালা বাজাতে পারেন অথবা অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে ওস্তাদ তারা অবশ্যই সেগুলা নিয়া আসবেন আর গান গাইতে পারা ব্লগারদের আশে পাশেই আমার অবস্থান থাকবে সবসময়।
আর অনেকেই দেখলাম ক্যামেরা কিনা ফালাইছে, ছবি তুলা মাস্ট, আমিও আইতাছি অই দিন মাথায় তেল দিয়া চুল আছরাইয়া ছবি তুললে যাতে ভালো দেখা যায় ।
ஜ۩۞۩ஜ
হলরুম এখনও নির্ধারন করা হয় নাই মনে হচ্ছে, অবশ্যই হলরুমের ঠিকানা সঠিক ভাবে জেনে নেওয়া দরকার, যাতে আগে থেকে যাতায়াত এর একটা সহজ ব্যাবস্থা তৈরি করে নেয়া যেতে পারে।
(চিকনে বন্ধুর মটরসাইকেলে চান্স নেওয়া যেতে পারে )
ஜ۩۞۩ஜ
ব্লগারগন তাদের পরিবারের সদস্য দেরও এখানে আনতে পারেন, এতে আমাদের সকলের সাথে সকলের সামাজিক বন্ধন আরও মজবুত হবে। সকলের সাথে সকলের পরিচয় হবে আন্তরিকতা বারবে। আর কারও গার্লফ্রেন্ড থাকলে তো কথাই নাই, নিয়া আসবেন, আমার সাথে পরিচয় করাইবেন আমি তারে কিছু আপ্নের নামে ব্লগিয় বদনাম বলে দেব, পরের দিন থেকে আপ্নার আর নাম থাকবে না শুধু বদনাম থাকবে, দেশ ও জাতী নয়া একজন দেবদাস পাবে, আহা: বিরহ ! কি মধুর !!!!!!!!!!!! (অবশ্য তার জন্য হয়তো আমার ব্লগে গালি গালাজ মুলক শ খানেক কমেন্ট পরবে )
ஜ۩۞۩ஜ
সকলের প্রস্তুত থাকতে হবে যাতে করে কোন রকম অনাকাংখীত ঘটনা না ঘটে ! মনে রাখতে হবে এটা ব্লগ ডে, এবং এটা ব্লগারদের জন্য বিশেষ একটা দিন, সতর্ক দৃষ্টির সাথে সাথে নিজেকেও সংযত রাখতে হবে, পুর্বের ব্লগীয় ক্যাচাল ও মতবিরোধ নিয়ে যেন অই দিন কোনরকম অনাকাংখীত কিছু না হয়।
ஜ۩۞۩ஜ
ঢাকার বাইরে যে সকল ব্লগার আছেন তারা সকলে মিলে নিজ নিজ এলাকায় কিন্তু অই দিনটাকে পালন করতে পারেন, ব্লগ ডের দিন আপ্নারা আপনআদের এলাকায় সকলে মিলিত হয়ে মত বিনিময় করতে পারেন। আড্ডা দিতে পারেন আর ছবি তুলে একটা ফটোব্লগ দিতে পারেন। ব্লগ ডে নিয়ে পোষ্ট দিতে পারেন , "ব্লগ ডে ২০১২ উদযাপন করলাম" শিরোনাম দিয়ে আমার জানা মতে ব্লগার একজন আবির চেস্টা করছে ব্লগ ডে বরিশাল শহরে করার জন্য কারন সে অইখানেই থাকে, অতএব বরিশালের অবস্থানরত ব্লগার গন তার সাথে যোযোগ করে মিলিত ভাবে ভালো একটা সুন্দর উৎসব পালন করেন। আবির মনে হয় ওয়াচে আছে।
ஜ۩۞۩ஜ
ব্লগ ডে একটা মিলন মেলা যেখানে সকল ব্লগারগন সকলের সাথে কিছুটা সময় নিয়ে আড্ডা দিতে পারে একে অপরকে জানতে পারে, এতে করে ব্লগীয় ক্যাচাল অনেক কমে যায়। একজন মানুষকে দেখার পর নিশ্চই তাকে ব্লগে খোচানোর ইচ্ছাটা থাকে না । তাই জানা আপার কাছে অনুরোধ আমরা ব্লগ ডে ছারাও যেন বিভিন্ন সময়ে একত্রিত হতে পারি, সেরকম একটা সুযোগ করে দেন, আমার যানা মতে আপ্নার ঘুড্ডির উরানোর প্রতি দারুন আকর্ষন, আমরা চাইলে কিন্তু একটা ঘুড়ি উৎসব পালন করতে পারি, যেটা সামুর ব্লগার রা পালন করবে। আর সামহোয়ারইন ব্লগ এর ব্লগার যারা আছে তাদেরও কিছু দায়ীত্ব দেন ! আপ্নার একা একা সব দিক সামলাইতে গিয়া অনেক ঝামেলা মাথায় নিতে হচ্ছে ! আমাদেরও কিছু দায়ীত্ব দেন, যেটা আপ্নি মনে করেন আমাদের দিয়ে বাস্তবায়ন করা সম্ভব সেটা দিতে পারেন। আমি একাই সব কিছু কইতাছি অখন আপ্নেরা কন, কে ? কেম্নে ব্লগ ডে পালন করবেন ? আমি একটু রিপ্লাই দেই।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৬