তুমি কে? আমি কে? র্যাব, পুলিশ, বিজিবি
তুমি কে? আমি কে? আইএসআই, র, সিআইএ
তুমি কে? আমি কে? হিন্দু, খ্রিস্টান, মুসলিম
তুমি কে? আমি কে? কেউ না, কেউ না।
আলিফ-লাম-মিম
ক্যালোরিতে মেপে নাও ডিম
ইনকিউবিটরে স্বপ্ন ফুটতে শুরু করলে
সমাজপাঠ ফলপ্রসূ হবে।
গভীর ষড়যন্ত্রে মুরগিটা হাইব্রিড হয়ে গেলো,
পোল্ট্রি আভিজাত্যে পোষ মেনেছে গ্রাম,
শেয়ালের পান্ডিত্য গেছে ন্যাশনাল কারিকুলামে।
এরপর ডিম-মুরগি বিতর্কের ঐতিহ্য ভুলে
আরও অর্গানিক মানবসভ্যতা।
কলোনিতেই বেড়ে ওঠো মুক্তচিন্তা,
আলিফ-লাম-মিম
জ্ঞানখ- আটকে আছে ড্রয়িংরুমে, রঙিন অ্যাকুরিয়ামে।
শাহবাগে সূর্য ডোবে না
যা না, তা জানার মধ্যেই আশ্চর্য
ধনুক থেকে খসে পড়া তীরের মতোই
নিয়ন্ত্রণহীন; অনিবার্য
চৌরাস্তায় দেখো, কেমন জাতীয়তাবোধ খেলছে একাই।
বুঝে নিও ভালো করে
বোঝার ওজন; শিরোধার্য।
শব্দকে পেছনে ফেলে আলো
দৌড়ায় দিকশূন্য আবেগে,
নতুন একটা সূর্য উঠলো শাহবাগে।
রাজাচেক: চিন্তায় দাবার কোট
অনুরোধে গেলানো ঢেকি
স্বর্গে গেলো না ঠিকই। নরকের উনুনে
তখনো পুড়ছে আমড়া কাঠ।
ধানের শীষে প্রতারণা, চিটা
স্বপ্নের বুননেও আগ্রাসী বাণিজ্য।
দাবার কোট থেকে সাদা নৌকা উধাও
খেলতে খেলতে আবারও
সৈন্যরা মন্ত্রী হলে,
গলবে জাতীয়তাবাদের বরফ।
বলি, ডিজিটাল স্কেলের যুগে দাঁড়িপাল্লার দরকার নেই।
বর্গীরা দেশেই আছে
পাড়াটা জুড়ানোর আগে খোকা ঘুমাবে না।
বর্গীরাই এখন রোহিঙ্গা, আন্তর্জাতিক চাপ।
কোকিলের ছাওয়ের মতো কাকের বাসায় হানাদার
বেড়ে ওঠে। দেখো বুলবুলি আবাবিল হয়ে গেছে
ধর্মব্যবসায়। রসুনের কোয়ার মতো
একাট্টা সব ধান্ধাবাজ।
খাজনার ফাঁদে বাংলাদেশ;
দাঁড়িপাল্লায় মেপে
ধান খেয়ে যাচ্ছে জাতীয়তাবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
১. ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১ ০
দাঁড়িপাল্লায় মেপে
ধান খেয়ে যাচ্ছে জাতীয়তাবাদ।
যতদির রবে পদ্মা মেঘনা বহমান...
ততদিন রবে .....
চড়ায় আটকে গেছে স্মরনের মহিরুহ
দলান্ধতায়, স্থবির সুস্থচিন্তা!
বাঁধের জলে মরে পদ্মা
বালু তটে আটকে থির দিয়ে নৌকা;
একমূখিতায় আটকে গেছে
মুক্ত চিন্তকের বহুমূখি স্রোত!