সোনামন,
বিশৃঙ্খলাময় বিকেলে হেটে গেছি বহুদূর
হাতে রাখোনি হাত, বুকে রাখোনি মাথা
তবুও করেছো ধন্য
ছ'লাইনের এই অখাদ্যটি
লিখলাম তোমায় নিয়ে
তোমার জন্য !
কয়েক লাইন না হয় আরো দেব বাড়িয়ে
চশমাটা পড়ে চারপাশটা ভালো করে
দেখো তাকিয়ে !
শ্লোগানে শ্লোগানে কাতর দুশমন
খ্যাপা মোষের ষাড়
আছে রাস্তায়, আছে হাট দোকানে
আছে যার যার তার তার।
আর আমি মিটি মিটি হাসি
ভুল বানানে চিঠি লিখি
ইলশে গুড়ি বৃষ্টি দেখি ।
মনের কথা মেঘকে বলি
সোনামন,
মেঘলা রাত্রি ভালোবাসি !
তুমিতো আছো ব্যাপক আনন্দে
দাঁড়িয়ে আছো ব্যালকনিতে
কথা দিয়েও আসোনি বলে
সংসদ দেখেও হাসোনি বলে।
বাড়িয়ে দিয়েছো যন্ত্রণা
আজ রাতে আর ঘুম হচ্ছেনা
পাশ বালিশ হয়ে যদি পাশে পেতাম
সোনামন,
মিথ্যে বাহাদুরির গল্প বলতাম ।।
............
অভিমানকে করতে লালন
তোমার আমার
সন্ধি বারণ...
ছবি কৃতজ্ঞতাঃ গুগল
টাইটেল কৃতজ্ঞতাঃ নচিকেতা