মরুভূমির দেশে এসে মরুভূমি না দেখলে নাকি মরুভূমিকে অপমান করা হয়! তাই ৩য় দিন পুরোটা রেখেছিলাম ডেজার্ট সাফারির জন্য। ঠিক দুটোয় বাসা থেকে ট্যুর কোম্পানির গাড়ি এসে আমাকে পিক করে নিয়ে গেল। আরো দুটো হোটেল থেকে উঠল এক ব্রাজিলিয়ান তরুণী এবং কাজাখাস্তানের এক পরিবার। আমাদের ৫ জনকে নিয়ে গাড়ি চলল দুবাই থেকে দুশো কিমিরও বেশি উত্তর পূর্বে।

রওনা হলাম

স্কাই ট্রেন


গাড়ি এখানে নামিয়ে দিল

চারিদিকে ধু ধু মরুভূমি

উটের পিঠে চড়ে এক চক্কর

বালুতে বাইকও চালাতে পারেন

মরুভুমিতে হাঁটতে বের হলাম

হঠাৎ ধুলিঝড়




ছোট্র একটা বার-ও আছে মরুভূমির বুকে

এরপর বুঁফের দিকে গেলাম ডিনারের জন্য

বালির "বালিশে" বসে ডিনার সেরে নিলাম
ডিনার করছি আর ওদিকে চলছে রাতের মূল আকর্ষণঃ বেলি ড্যান্স--








আগের পোস্টঃ
দুবাই ভ্রমণঃ পর্ব ২
দুবাই ভ্রমণঃ পর্ব ১