নমুনা- ০১
অগ্নিগিরির সবগুলো দরজা একসঙ্গে খুলে গেছে
এইসব দৃশ্য আপাততঃ দৃশ্যান্তরে থাক
এখন ত্রি-ডাইমেনশনে নিজের ছবি নিজেই উঠাচ্ছি
পাখির হৃৎপিণ্ডে শুয়ে রঙের পালক একটু একটু নেড়ে দিচ্ছি
এমন আত্মরতি নিয়ে তুমি চিন্তিত হয়ো না মুনা
আমি আসলে পৃথিবীর সব নির্মিতব্য কফিনের ভেতর মডেলিং করছি
মুনা, আমি দৃশ্য বদলের কৌশল শিখে গেছি
----------------------------------------------------------------------------------
নমুনা- ০২
আমি জানি শিবানী, নয়-কামরার ঘর না হলে তোমার ঘুম আসে না; অথচ মনের দিক থেকে পাখিগুলো পবিত্র ছিল। আঠারো ঘণ্টা
আগে জবাই করেছি চিরতরে...
আমার ঘর নেই শিবা
জন্ম থেকেই বড় হয়েছি সাতভাই চম্পার দরগাহ শরীফে
----------------------------------------------------------------------------------
নমুনা- ০৩
পররাষ্ট্রমন্ত্রীর চোখে মৃত মাকড়'শা আর ডানাহীন এরোপ্লেন দেখে দেখে জয়পুরহাট যাই। আজ গণহত্যা দিবস। কুড়িগ্রামের বিধবারা বহুদিন হল কাঁদতে ভুলে গেছেন
দুঃখ করো না মুনা। সরল ভাইরাস হতে একদিন সিংহগুলো জন্ম নেবে। আমি মন্ত্রীমহোদয়ের বাঁকানো ঠোঁটে উপহার ঢেলে দিয়েছি। নিশ্চয়ই তিনি ঈগলের হৃৎপিন্ডে উড়োজাহাজ উড়াবেন
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ ভোর ৫:৩০