বন্ধু রাষ্ট্র ভারতে'র সীমান্ত রক্ষী বাহিনী'র দ্বারা হত্যাকে আপনি
মানবতাবিরোধী,অসভ্য,বর্বর মনে করেন?অসম প্রেমে'র মত ভারত-বাংলাদেশ সম্পর্ক দেখে আপনার হিংসা হয়?শুনেন,এক হাতে তালি বাজে না। বিচার-বিবেচনা ছাড়াই হিন্দুস্থানের প্রতি ক্ষুদ্ধ না হয়ে আমার লেখাটি পড়ুন।রাগ-ঘৃণা-হতাশা জাতীয় অনুভুতি'র প্রকাশ হইলে আমি ছাড়া কেউ দায়ী নয়।
পত্র-পত্রিকা পড়ে ও ব্লগে প্রবেশ করে কিশোরী "ফেলানী"র নাম নিশ্চয়ই জেনে গেছেন তাকে নিয়েই লেখার উদ্দেশ্য তবে প্রাসংগিক হওয়ায় আরো কিছু প্রসংগ এসেছে।
গত বছরের ধারাবাহিকতায় জনসংখ্যা সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশে'র দিকে আবার বন্ধুত্বে'র হাত বাড়িয়ে দিয়েছে ভারত।ধারাবাহিক এই সাহায্য একদম সোজা-সরল, আইনগত বৈধ,সিমান্তে'র জিরো পয়েন্টে ধরা পড়া মানুষকে একদম "শ্যুট এ্যট সাইট" হত্যা।
শুক্রবার ভোরে,জামা-কাপড় আটকে কাঁটা তারে ঝুলে থাকা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী কিশোরী কে না হয় হত্যা করে গেল কিন্তু তার সহযোগী অনুপ্রবেশকারী বাবা যে বেঁচে গেল!!!
ইসলাম প্রচার করতে বা সন্ত্রাসবাদী হামলা অথবা চোরা-চালানের সহযোগীতা করার জন্য এই অবৈধ অনুপ্রবেশ নয়।প্রথম আলোই তো বলে যে, কিশোরীটি বিয়ের জন্য ভারতীয় বাজার থেকে গয়না-গাটি ও বিয়ের বাজার করে শনিবার নিজের বিয়ে উপলক্ষে বাংলাদেশে ফেরার পথেই এই হত্যা।
ভারতে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশী শ্রমিক পরিবার!পাসপোর্ট-ভিসা ছাড়াই দিল্লি'র ইটভাটায় কাজ করে খায় আবার কত শখ, বাংলাদেশে যেয়ে নিজ দেশে'র ছেলে বিয়ে করবে!!!!!!
যে দেশে'র সীমান্ত রক্ষাকারী বাহিনী বি,ডি,আর নাম থাকাকালীন সময় ৩ জন বি,ডি,আর হত্যা করে জমি দখলের সময় অনুপ্রবেশকারী ১৮ জন বি,এস,এফ কে বাংলাদেশের অভ্যন্তরে হত্যা করে নিজেদের মাটি রক্ষায় বীরত্ব দেখিয়াছিল তাদের প্রতি কিসের মায়া-দয়া????????????
নারী-পুরুষ সমান অধিকার! শিশুদের (১৮ বছর বয়স পর্যন্ত শিশু) বেঁচে থাকার অধিকার যেমন আছে, মৃত্যু'র সম্ভাবনাও তেমনই সমান!
বি,এস,এফ চাইলেই তো ঐ ৪ ঘন্টা'র মাঝে কিশোরীটিকে আরো কয়েকবার গুলি করে হত্যা নিশ্চিত করতে পারতো। তা না করে তারা ৪ ঘন্টা অপেক্ষার পর যখন মেয়েটি'র গোঙ্গানী বন্ধ ও দেহ নিথর হয়েছে বলে নিশ্চিত হয় তখন এসে লাশ নিয়ে যায়।
মাটিতে টেনে-হিঁচরে তো লাশ নিয়ে যায় নাই। বাঁশে হাত-পা বেধে মরা গরু'র মত ঝুলিয়ে নিয়ে গেছে। ঠিক যেমন বি,ডি,আর ১৮ জন ভারতীয়'র মরা লাশ নিয়ে এসেছিল।নাম পাল্টালেও তো বি,জি,বি নামে সেই একই বাহিনী'র পুরোনো বি,ডি,আর এর মত লোকজন কিছু হলেও আছে তাই তাদের না ঘেঁটে বিয়ে করতে যাওয়া গরীব অবৈধ অনুপ্রবেশকারী কিশোরী হত্যাই নিরাপদ!!!
এবার বুঝ কেমন লাগে??
যেই বাংলাদেশে বাস-ট্রেন দুর্ঘটনা বা আগুন লেগে কারখানায় শত শত লোক মারা যায় সেই দেশে প্রতি বছর ৬০-৭০ জন গরীব,কাঙ্গাল,চোরা-চালানি যদি বন্ধুপ্রতিম ভারতের হাতে মারা পড়ে তাতে দেশটার কিছু কিছু মানুষ এত রাগ করে কেন???
ভারত তো বাংলাদেশে'র বন্ধু, নইলে ভারতের দুর্বল রাষ্ট্র কাঠামোর শিকার "সেভেন সিস্টারস" রাজ্যগুলো উন্নয়নে'র লক্ষে প্রায় বিনা শুল্কে,গোপনীয়তা নিশ্চিত উপায়ে বাংলাদেশ সরকার ট্রানজিট দিচ্ছে কিভাবে?? ঐতিহাসিক ফারাক্কা, চলমান টিপাই ও তিস্তা এসব প্রকল্পে'র অধিন চুক্তি গুলোতে বাংলাদেশের সরকারগুলো বারবার প্রমান করেছে যে এমন বন্ধু ভারতে'র প্রতি কোন অভিযোগই নেই!
ভারত কি ৭১ এ বাংলাদেশকে মুক্ত করে নাই?? বাংলাদেশে যেন শান্তি আসে সেই লক্ষ্যে বাংলাদেশে'র রাজনীতিতে সরাসরি প্রভাবিত করার লক্ষে কাজ করে যায় না??? দিল্লি'র মার্কিন দুতাবাসই তো সাক্ষী!!!বাংলাদেশের'র পার্বত্য চট্রগ্রাম এলাকার মানুষের অধিকার আদায়ে ভারত বন্ধু ছাড়া আর কে সাহায্য করে বাংলাদেশের মানুষকে????
সেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশে'র কিসের অভিযোগ??
সামাজিক বন্ধন ও কি কম??
৩ কোটি টাকায় সাকিব কে কিনে নিয়ে গেছে, মাশরাফি কে গত বছর খেলার কোন কষ্ট না করিয়েই বসিয়ে রেখে টাকা দিয়েছে,যদিও লেনদেন ঠিক ছিল না। তারপর, বাংলাদেশী সরকারের সহায়তায়, বিজয়ের মাসে, মাত্র ১০-১২ কোটি টাকার বিনিময়ে "কিং খান" দেশে এসে নেচে-কুদে, বাংলাদেশীদের "শালা-শালা" ডেকে আনন্দ দিয়ে গেল! আসছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ দিনব্যাপি উদ্ভোদনী অনুষ্ঠানে বলিউডের তারকারা অর্ধশতাধিক শিল্পী নিয়ে এসে বাংলাদেশের যে সাংস্কৃতিক দুর্বলতা তা কাটিয়ে দিয়ে যাবে।
শান্ত ও নীরব থেকে বাংলাদেশে'র পত্রপত্রিকা গুলোও তো কত সুন্দর সম্প্রীতি'র চিত্র দেখায়
সামাজিক-রাষ্ট্রীয় পর্যায়ে এত ঘনিষ্টতা সত্তেও বাবার সাথে করে দেশে ফিরতে গিয়ে কাঁটাতারে ঝুলে থাকা বিয়ের কিশোরী কনে কে ৪ ঘন্টা গুলিবিদ্ধ রেখে মৃত্যু'র ১ দিন পরে লাশ ফেরৎ দেয়া নিয়ে বাংলাদেশীগুলো এত রাগ করে কেন??? প্রথম আলো'র মাধ্যমে বি,এস,এফ তো "সরি" বলেই দিয়েছে,এখন কি এই কাঙ্গাল দেশটার কাছে প্রকাশ্য ক্ষমা চাইবে নাকি???
পাঠকগণ, রাগারাগি-প্রতিবাদ করবেন না, ধ্যান করুন! সন্ধায় মার্কেটে যেয়ে মন খুলে গান ধরুন, "মুন্নী বদনাম হুয়ী ডার্লিং মেরে লিয়ে"।নাঁচ প্র্যাকটিস করুন আসছে বিশ্বকাপ উদ্ভোদনে বলিউডি দেব-দেবী দের সাথে তাল মেলানোর জন্য।হিন্দি সিরিয়ালে দেখুন আর খুঁজে ফিরুন নিজের জীবনের নির্মম বাস্তবতা।ট্রানজিট সমর্থন করে সুশীল হউন।বিভিন্ন বাঁধের ফলে শুকনো নদী না দেখে অপেক্ষা করুন কখন তাদের হাতেই ভেসে আসা বন্যার পানি দেখবেন। সু-প্রতিবেশি হউন। ওকে???????
নইলে এরপর আমি বলবো,
"...১৬ কোটি সন্তানের মুগ্ধ বাংলাদেশী জননী,রেখেছো বাঙ্গালী করে মানুষ করো নি"।