আমি ১ জন ব্লগারকে "জ্বীন ব্লগার" হিসেবে জানি; তিনি রাজনৈতিক পোষ্টও লেখেন; উনি আরবে চাকুরী করেন! গতকাল, উনার রাজনৈতিক পোষ্ট বের হয়েছে, সেটার সারমর্ম হলো: শেখ হাসিনা ভারতপনহী রাজনীতি করতেন; উনার পতনের পর, ভারতপনহী রাজনী্তি করে কেহ বাংলাদেশে জয়ী হতে পারবে না, ইসলামীপন্হীরা জয়ী হবেন।
ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, শেখ হাসিনা বা কোন বাংগালী ইহা কি আয়ত্ত করতে পারার কথা? এখানকার কোন বাংগালী উহা আয়ত্ব করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না; মাত্র ১ জন বাংগালী উহা পেরেছিলেন, তিনি ছিলেন শেরে বাংলা।
আপনি যদি রাজনীতি কিছুটা বুঝেন, তাহলে আমাদের সমসাময়িক রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে আপনার ধারণা থাকার কথা। এই মহুর্তে আমাদের দেশে যা ঘটছে ইহার সঠিক রাজনৈতিক ডেফিনেশন হচ্ছে "এনার্খি", বাংলায় নৈরাজ্য। যেকোন আন্দোলনের পর, দেশে নৈরাজ্য হতে পারে, সময়ের সাথে উহা কোথায়ও গিয়ে থামবে।
আপনি যদি আমাদের জাতির আভ্যন্তরীণ রাজনীতি না'বুঝেন, তা'হলে আপনি ভারত-পন্হী কিংবা ইউরোপিয়ান পন্হী রাজনীতি বুঝার কোন সম্ভাবনা নেই।
ইসলামী পন্হী রাজনীতি বলতে কোন কিছু নেই, ইসলামের জন্ম হয়েছিলো সামন্তবদে, আরবেরা ইহার নাম দিয়েছিলো খেলাফত। মুসলিম দেশগুলোতে রাজতন্ত্র কিংবা সামন্তবাদী ধরণের স্বৈরতণ্ত্র কিংবা জংগীবাদ চলছে। আমাদের জ্বীন ব্লগার বলছেন যে, বাংলাদেশে ইসলামী পন্হীরা জয়ী হবে; অর্থাৎ দেশে সামন্তবাদী স্বৈররতন্ত্র চালু হবে, কিংবা জংগীবাদ কায়েম হবে।