সবাই নাকি জীবনে একবার হলেও প্রেমে পরে। আমিও পড়েছি। তবে তার সাথে আমার কখনও কথা হয়নি, এজীবনে হবে তাও আশা করি না, যদি না কোন দূর্ঘটনা ঘটে এই পোড়া কপালে। তাকে আমি প্রথম দেখা থেকেই ভাল পাই। তবে তাকে আমি প্রথম দেখি টিভিতে একটা গানের অনুষ্ঠানে। সেই থেকেই তার প্রেমে অন্ধ আমি। তার গাওয়া সব গান আমি অন্ধের মত পছন্দ করি, শুনি রাত দিন যখন পারি। আমি জানি এসবই আমার পাগলামি। হোক পাগলামি তাতে কি!
মাঝে মাঝে মনে হয় সব কিছু ছিন্ন করে ছুটে যাই তার কাছে। কিন্তু হয় না, বা পারি না। অনেক চেষ্টা করেছি একবার সরাসরি দেখার জন্য। কখনও হয়ে ওঠেনি। কারন ভাগ্য বলে যদি কিছু থাকে তা মনে হয় তাহলে সর্বদাই আমার সাথে মীর জাফরী করছে এই ব্যাপারটায়। অনেকবারই হাত ফঁসকে বেড় হয়ে গেছে অল্পের জন্য। সেই থেকে মনের মধ্যে একটা সংশয় বা সংকোচ যাই হোক একটা তৈরি হয়েছে আছে। শত চেষ্টা করেও তা দূর করতে পারছি না।
একবার ভেবেছিলাম তার গ্রামের বাড়ি যাব ঈদের সময়। গিয়েছিলামও অনেকটা পথ। তবে শেষটা শেষ করতে পারি নাই। কারন ঐ যে আমার এই কপাল।
সবার জন্য আমি তার একটা গান আপনাদের জন্য ইউটিউবের লিংক থেকে দিলাম। সবাই ওর জন্য দোয়া করবেন।
১. ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৫ ০