ওল্ড ইজ গোল্ড-কথাটা আসলেই অনেকখানি সত্য। গত কিছুদিন যাবৎ ধরেই পুরোনো সব গেমগুলো খেলা হচ্ছে। অনেক প্রিয় কিছু গেম খুজে পেয়েছি, ছোট থাকতে যে গেমগুলো নিয়েই সারাদিন পরে থাকতাম। কিছুদিন আগে শেয়ার করেছিলাম সুপার মারিও এর ক্লাসিক ভার্সন । আজকে শেয়ার করব আরও দুইটা গেম। একটা হল কনট্রা আরেকটা হল ক্যাডিলাক্স অ্যান্ড ডাইনোসর(মোস্তফা নামেই বেশি পরিচিত)। কনট্রার ১ম দুইটা পার্ট আছে। আর পরেরটার স্পেশালিটি হল এটা টার্বো ভার্সন(২০গান)। দুইটা গেমের সাইজই ১০ মেগার মধ্যে।
আর কিছু কথা যা না বললেই নয় তা হল, কনট্রা গেমটা আমার অ্যান্টিভাইরাস 'লো রেপুটেশন' ক্যাটাগরীতে থ্রেট হিসেবে ডিটেক্ট করেছে। এই ক্যাটাগরীতে তে ডিটেক্ট হওয়া মানেই মারাত্মক ধরনের কোন ভাইরাস তা ভাবা ভুল। আমি আমার অ্যান্টিভাইরাস অফ করে গেম চালিয়েছি। কোন সমস্যা হয় নাই। আর "ক্যাডিলাক্স অ্যান্ড ডাইনোসর" ও টেস্টেড।
সুতরাং এখন আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে নেন। কাজ হলে একটা থ্যাংকস দিয়েন। সুপার মারিও গেমটা ১০০ বারেরও বেশি ডাউনলোড হয়েছে, কিন্তু কেউ একটা থ্যাংকস দিলো না, উল্টা একজন বলে আমি নাকি ট্রোজান সাপ্লাই দিচ্ছি। যাই হোক আপনাদের ভালো লাগলেই ভাল। চেষ্টা করবো আরও কিছু গেম দিতে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।