নরক!
নরক শব্দটি এই মুহুর্তে আপনার মাথায় ঘুরবার কথা। শব্দটির সাথে ভিজ্যুয়ালাইজ হবে হয়তো- আগুন, কালো-লাল-নীল-হলুদ আগুন, অন্ধকার, প্রবল অন্ধকার, ধোঁয়া-জাল, নানান ক্যালিগ্রাফির বজ্রপাত, পুঁজের নদী, জিঞ্জির দিয়ে বাঁধা পুরুষ, মহিলা!
নরক ব্যাপারটা কি রকম হবে সেটা নিয়ে অবশ্য আমি বলতে আসিনি। আমি বরং অন্য কথা বলব। ইবলিশ শয়তানের কথা বলা যেতে পারে কিংবা বলা যেতে পারে এমন কারো কথা যাদের সংস্পর্শ থেকে আমরা দুরে থাকতেই চাই। এই দেখুন-
শয়তানের সাথে আমার এক আধটু সখ্যতা আছে। যদিও তাকে আমি পছন্দ করিনা মোটেও। .... (এরপর ছবিতে + নিচেও উদৃত)
তবে সে ঈশ্বরের মত পায়াভারী আর অহংকারী নয় বলে টুকটাক কথাবার্তা চালানো যায় মাঝেমধ্যে। সে আমাকে সেদিন বলল, "বন্ধু চল একসাথে পান করি, মাতাল হই, কবিতা লিখি, সুন্দরীদের ঠোঁটে চুমু খাই, লুকিয়ে স্নান দেখি, চল মাতাল হই, গান গাই, বেশ্যাপাড়ায় যাই..." তার অসীম কর্মক্ষমতা এবং প্রাণপ্রাচুর্য সম্পর্কে অবগত থাকায় সেখানেই তাকে থামিয়ে দিই।
"প্রস্তাবগুলো লোভনীয়, সন্দেহ নেই। তবে সবগুলো পালন করা সম্ভব না। তুমি তো জানোই..."
"কেন, ঈশ্বরকে ভয় পাস!" বক্রচোখে ব্যাঙ্গের ভঙ্গিমায় বলে সে।
"যদি ভয় পেয়েই থাকি, তাতে তোর কি? ঈশ্বর বেচারা নিজের মত থাকে কাউকে বিরক্ত করেনা। আর তুই দুদিন পরপর এসেই খাতির জমাতে চাস। লাথিগুতো খেয়েও শিক্ষা হয়না! যা ভাগ! নির্লজ্জ!
"হ্যাঁ যাচ্ছি! তবে তোর ডাকেইতো এসেছিলাম। আবার দরকার পড়লে ডাকবি, কোন সমস্যা নেই। আই এ্যাম এ্যাট ইয়োর সার্ভিস অলওয়েজ!" বলে কুচক্রী হাসি হেসে চলে যায় সে। আমি এই গভীর রাতে একা ঈশ্বরের চোখ রাঙানি উপেক্ষা করে হস্তমৈথুন শেষে কবিতা লিখতে বসি। "
এতটুকু পড়ার পরও যদি আপনার মনে হয় এই লেখাটা ইন্টারেস্টিং! কিংবা পড়বার নুন্যতম আগ্রহ বজায় থাকে তাহলে সেরেছেন। আপনি নিজের ভেতরে একটা দু-শিংওয়ালা শয়তান পোষ করে চলেছেন। নিজের অজান্তেই।
কি? ভয় পেয়ে গেছেন?
হাঃ হাঃ হাঃ



আমার দিক থেকে বলি। ডার্ক কমেডি, ডার্ক মিস্ট্রি, ডার্ক থ্রিলিং সবাই নিতে পারে না। সাধারণ পাঠকদের মধ্য থেকে ঠিক কতভাগ নিতে পারে সেটা বলতে পারব না তবে এটা বলতে পারি, আধুনিক মন যদি আপনার থাকে তাহলে ডার্ক স্টোরি গুলো ভাল লাগার যথেষ্ট সম্ভাবনা আছে। আর বইপোকা হলে তো কথাই নেই।
তাহলে, উপরে শয়তান পোষার কথা কেন বলেছি সেটা অবশ্যই ব্যাখ্যা করে দিতে হবে না।

উপরে যা যা কথা বললাম, সেগুলো আসলে সামুর শীর্ষ ব্লগার হামা ভাইয়ের লেখা নরকের রাজপুত্র বইটির মুল গল্প থেকে উদৃত/নিয়ে বলা। এবারের (একুশে) বইমেলায় প্রকাশ হয়েছে এই গল্পগ্রন্থটি। মোট ১৪ টি গল্প আছে এটিতে। ভিন্ন ভিন্ন স্বাদের একেক গল্প। কোনটাই ছোটদের/প্রথাগত প্রেম ভালবাসার গল্প নয়। আছে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ভাবনার প্রকাশ। তবে হিউমর আছে যথেষ্ট!! সেটা বুঝতে হলে উনার গল্প পড়তে হবে। অবশ্য ব্লগে ইতিমধ্যেই প্রকাশ করা আছে কিছু গল্প। সেগুলো পড়ে দেখতে পারেন।
ভাললাগা একটা অংশ আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, গণিতের মতো কাঠখোট্টা ব্যাপারকে চলচ্চিত্রের মতো প্রাণবন্ত উপাদানের সাথে জুড়ে দিয়ে কি চিন্তাভাবনা করছে গল্পের নায়ক!!
এই গল্পে যে ক্রিয়েটিভিটি আছে সেটা ধরতে পারলে লেখককে কৃতজ্ঞ জানাতে না পারার আফসোস হবার কথা। ৩ সেকন্ড সময় নিয়ে এই গল্প। আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন? ১ সেকন্ড সময়ের মধ্যে স্থানভেদে কতকিছু ঘটে যেতে পারে? আমি ভেবেছিলাম, অসীম সংখ্যক সম্ভাবনা আছে বিভিন্ন ঘটনা ঘটার। যেমন ধরেন, ১ সেকন্ড সময়ের মধ্যে আপনার সক্রীয় মষ্তিষ্ক ভাবতে পারবে বিশাল সংখ্যক ভাবনা। হতে পারে আপনার সামনে বসা কোন তরুণীকে দেখে পছন্দ হয়ে যাওয়া, রোমান্স, বিয়ে, সন্তান, বৃদ্ধ সময়, সন্তান সন্ততি এবং একসময় মৃত্যু!!!
সাধারণত ডার্ক স্টোরি লিখেন। তাঁর লেখায় শৈল্পিক ধাঁচে উঠে আসে আমাদেরই ভেতরের আচ্ছন্ন কথা। কিছু কিছু টপিক আছে, যা নিজের কাছেও মানুষ ভাবতে সংকোচ-বোধ করে আর সেটাই তাঁর লেখায় উঠে এসেছে সাবলীলভাবে। উনি যে খুব পপুলার তেমনটি বলা যায় না। ঐভাবে পরিচিতি না পাবার কারণ এই ঘরানার লেখার পাঠক কম। তবে আমি উনার ফ্যান সেটা নির্দ্বিধায় বলতে পারি। উনার লেখা পড়বার স্বাদটা বিদেশী বড় বড় সাহিত্যিকদের বই পড়বার সময় যে স্বাদ পাওয়া যায়, আমার তেমনি মনে হয়েছে।

উনার গল্প থেকে কি পাবেন, কি পাবেন না সেটা নিয়ে বলার উপযোগিতা দেখছি না। ভিন্ন স্বাদের ভিন্ন অনুভবের গল্প যদি পড়তে চান তাহলে পড়তে পারেন এই গল্প।
বইঃ নরকের রাজপুত্র
লেখকঃ হাসান মাহবুব
প্রকাশকঃ অনুপ্রাণন প্রকাশন
মুল্যঃ ২১০ টাকা
ঠিকানাঃ বি-৬৪ ও বি-৫৩ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন
সেলঃ +৮৮০ ১৭৬ ৬৬৮ ৪৪৩৬
ইমেইলঃ anupranan.prokashon@gmail.com
(তথাকথিত সৌজন্যে বলা) এই পোস্টটা বই রিভিউ না আমার আত্মকথন রিভু স্টাইলে আরকি। আমি নিজেই লম্বা লম্বা বই রিভিউ এড়িয়ে গিয়ে ছোট ছোট গুরুত্বপুর্ণ প্যারাগুলো পড়ে মুক্তির পথ খুঁজি। এরপর যদি মনে হয় বইটা আমার জন্য উপযুক্ত, তাহলে বইটা কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই পোস্টটা একমাস আগেই লেখা শুরু করেছিলাম। কিন্তু মন না বসাতে আসলে শেষ করা হয়নি। বইপোকা গ্রুপে সপ্তাহ আগে এটা প্রকাশ করেছিলাম। কপি পেস্ট ভাবার কোন কারণ নেই।


সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫