আমি সাধারণত মযিল্লা ফায়ারফক্স ব্যবহার করি না। আজ এমনিতেই খুলে দেখি একটা ওয়েব সার্ভিসে লগিন করার সময় চিন্তায় ফেলে দেবার মতো এই ওয়ানিং!
এই সমস্যা!
এই জিনিসটা দেখে অনেকেই ভয় পাচ্ছেন। সামুর মতো প্লাটফর্মে তাদের অনেকেই ভয় পাচ্ছেন যদিও বেশিরভাগ লোকই ইগনোর করেন এইসকল ব্যাপার স্যাপার। সিম্পলি এই সমস্যাটার সমাধান করা যায়। তবে আপনার নুন্যতম বেসিক কম্পিউটার জ্ঞান থাকা চাই!

➀ Step-1: ফায়ারফক্স ব্রাউজারের এড্রেসবারে ক্লিক করে লিখুনঃ about:config
এরপর এন্টার চাপুন, দেখবেন এই উইন্ডো আপনার সামনে আসবে।
➁ Step-2: একেবারে উপরেই দেখবেন লেখার জন্য একটি জায়গা আছে যার বামদিকে Search লেখা আছে। এই লেখার বক্সে লিখুন insecure
এই জায়গায় দেখবেন security.insecure_password.ui.enabled বলে একটা লাইন আছে। এখানে Status দেখবেন ডিফল্ট! এই লাইনে আপনি ডাবল ক্লিক করলে এভাবে আসবে-
Status হবে user set আর Value দেখাবে false! সবচেয়ে বড় কথা এই লাইনটি বোল্ড হয়ে দেখাবে!
➂ Step-3:
আপনার কাজ শেষ এখন অন্য একটি ট্যাব খুলে সামু/যেকোন সাইটে গিয়ে দেখুন আপনার কাজ হয়ে গেছে। আর ইনসিকিউর বিকিউর বলে আপনাকে চিন্তিত করছে না।
➃ Step-4:
এই আনন্দে আপনি একটা ড্যান্স দেন। আর না পারলে ইউটিউবে এই ড্যান্স দেখে দেখে শিখেন-
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭