আপনি কি নতুন ব্লগার? পোস্ট হিট হচ্ছে না? মন খারাপ করছেন?
তাহলে আসুন! কিছুক্ষণ আলাপ করি, কিভাবে পোস্ট হিট হয়, কিভাবে আপনি হিট ব্লগার হবেন, কিভাবে আপনি জনপ্রিয় ব্লগার হবেন।
আপনাদের মতো যারাই নতুন এ প্লাটফর্মে আসেন তারা সাধারণত একটা ঘোরের মধ্যে থাকেন প্রথম দিকে। কাঁচা ঘুম থেকে কেউ যদি আপনাকে ডেকে তুলে আর ঘুমানোর আগের জায়গার সাথে মিল না পান, দেখেন একটা কোলাহলময় বিয়ে বাড়ি টাইপ জায়গায় আপনি শুয়ে আছেন তখন যেমনটা হবে তেমনি আরকি!
আমার ব্যক্তিগত মত হলো অভিজ্ঞ ব্লগাররা প্রায়ই(বছরে ১-২ বার) অনভিজ্ঞদের জন্য এইরকম একটা পোস্ট দিতে পারলে ভালই হতো। ২০১৫ সালে আমি একবার এই কাজ করেছিলাম। এরপর আরেকজন করেছিলেন ২০১৬ সালে।
এবার আমি এই কাজটি করতে উদ্যত হলাম, কয়েকজন নতুন ব্লগারের সাইকোলজি দেখে!
কয়েকজনকে হীনমন্যতা পোষণ করতে দেখলাম, তাদের পোস্টে মন্তব্য আসে না, ব্লগবাড়ি গরম হয়না কোনদিন! তাই তারা হলেন গরিব ব্লগার! আরো কিছু মানুষের মধ্যেও ভিন্ন সাইকোলজিক্যাল ব্যাপারটা দেখলাম, অন্যদের সরগরম আড্ডাবাজি তাদের চোখে বিষ!
কেউ কেউ মনে করেন ব্লগ হলো পুঁজো করার জায়গা। এখানে আড্ডাবাজি করা পাপ! কারো কাছে ব্লগ হলো লেখা নিয়ে ক্রমাগত পরিক্ষা চালানোর জায়গা! কারো কাছে নিজের মনের সব ব্যাথা বিসর্জন করার উত্তম জায়গা!
এভাবে যে যার মতো করেই ব্লগে নিজের মতো করে ব্লগিং করছে। ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা বলতে আমি যা বুঝি, অন্যের ক্ষতি/অসুবিধা না করে যেভাবেই হোক নিজের মত প্রকাশ করতে পারাটাই মতের স্বাধীনতা।
যাক, আসুন কিছু গবেষণা করি- কেন আপনাদের পোস্টে হিট হয় না।
✉ আপনার পোস্টের কমেন্ট বক্স শুন্য পড়ে থাকে। কেউ কিছু বলে না। দুএকজন শুধু খুলে পাতা থেকে আবার চলে যায়! কি দুঃখ! কি দুঃখ!
আসলেই দুঃখজনক ব্যাপার। তবে আমি বলি কি- আপনার কিছু ব্যাপারে জানা থাকা উচিত। দুনিয়াটাই যেখানে গিভ এন্ড টেকের জায়গা সেখানে আপনি কিভাবে আশা করেন আপনার পোস্টে তাদের মুল্যবান সময় ব্যয় করে মন্তব্য করবে?
হ্যাঁ, যদি আপনার পোস্টের মান ভাল হয়, তাহলে কয়েকজন মন্তব্য না করে ছাড়বে না। আর রাজনৈতিক পোস্ট হলে চরম মনোভাবাপন্নরা আপনার পক্ষে/বিপক্ষে অবশ্যই লিখবে।
পোস্টের মান ভাল হওয়া সত্বেও যেখানে আপনি কোন মন্তব্য পাচ্ছেন না, সেখানে কিন্তু একজন জনপ্রিয় ব্লগার অজস্র মন্তব্য পাবে। কেন পাবে? ভাবুন! ভাবুন!
বহুদিনের ইন্টার-রিএকশনের কারণে সেই ব্লগার আসলে নিজের জায়গাটা পাকাপোক্ত করেই ফেলেছেন। এই যেমন বর্তমানে বিলিয়ার রহমানকে দেখুন, জাহিদ অনিককে দেখুন। ওঁদের পোস্টে গেলেই ব্লগারদের অংশগ্রহণ পাবেন। আর শায়মা/হাসান মাহবুব/জেন রসি তাদের পোস্টেও গিয়ে দেখতে পারেন। ভাল অংশগ্রহণ হচ্ছে ব্লগারদের।
সো, ব্লগে অন্যদের পোস্টে যাবেন কি-না এখনই ভাবেন। আর সবচেয়ে বড় কথা, কমেন্ট পাওয়ার আশায় আপনি আবার ভাল হয়েছে, ++ বলেই চলে আসবেন না। সেরকম করতে থাকলে আপনাকে একজন স্প্যাম ব্লগার মানে হিটখোর ব্লগার হিসেবে গণ্য করা শুরু করবে যেটা ইমেজ হিসেবে ভাল নয় মোটেও। তাই সুচিন্তিত মতামতই পেশ করবেন। কোনও তাড়াহুড়ো নয়, মনে রাখবেন- একটি মানসম্পন্ন মন্তব্য একটি মানসম্পন্ন লেখা, যা পড়ে মানুষ আপনার পজিটিভ ইমেজ তৈরি করবে তার মনে।
✉ আপনি মনে করছেন আপনি ভাল লিখছেন। অথচ ব্লগের পাঠকরা আপনার এদিকে আসছেই না। আপনি মনে করছেন- হায়! ভাল জিনিসের কোন জায়গা নাই এ দুনিয়ায়!
এখন আমি আপনাকে প্রশ্ন করব- আপনি নিজের লেখা পড়ে সেটাকে ভাল ভাবছেন। আপনি কিসের ভিত্তিতে সেটাকে এত ভাল লেখা বলতে পারছেন? সেটা বলেন।
আপনার মনে দুঃখবোধ হলো, কিছু ব্লগার যাচ্ছেতাই পোস্ট করলেই সবাই হুমড়ি খেয়ে পড়ছে অথচ আপনার এত ভাল পোস্টেও কেউ আসলোনা!
এখানে আগের ঐ ফর্মুলাটাই এপ্লাই হবে! আপনার পোস্ট ভাল করার পাশাপাশি অন্যদের ব্লগে গিয়ে মন্তব্য করেন। টুকটাক কথা বলেন, দেখবেন ব্লগে আপনিও হয়ে উঠছেন একজন জনপ্রিয় ব্লগার!
✉ পোস্ট দিয়ে কথা বলার স্বাধীনতা সামু আপনাকে দিয়েছে। তাই বলে অন্য মত/ধর্মের উপর অন্যায়ভাবে ব্লেমিং করে হিট কামানোর ধান্দা করলে সেরেছেন। আপনাকে জেনারেল/ওয়াচ এমনকি ব্লক করে দেওয়া হতে পারে। সো, বি কেয়ারফুল!!
টপিক নির্ধারণ আসলে নিজের মনে যা আসে সেখান থেকেই করা উচিত। আমার মতে প্রথমদিকে ফটোব্লগ/রম্য/গল্প লিখে দেখা যেতে পারে। কবিতা নয়।
শুনে চোখ কপালে ওঠতে পারে আপনার কিন্তু আসলেই আমি মনে করি কবিতা দিয়ে শুরু করা ঠিক নয়। কারণ ব্লগে অজস্র কবিতা আছে আর প্রথম পাতার বেশিরভাগ দখল কবিতাই করে থাকে।
জানেনই তো, মুল্যবান জিনিসও যদি বেশি পাওয়া যায় তাহলে সেটার মুল্য কমে যায়! ব্লগেও ব্যাপারটা তেমন। কবিতার সংখ্যা বেশি হওয়াতেই সেটা দিয়ে শুরু করা উচিত না। তাই বলে কবিতা লিখবেন-ই না, সেটাও বলছি না। আপনি আত্মবিশ্বাসী হলে অবশ্যই কবিতা পোস্ট করুন।
তবে সৃজনশীল কিছু পোস্ট করতে পারেন, যেমন ধরেন সাইন্সের মজার কিছু ব্যাপার কিংবা অজানা নতুন কোন রহস্য উদঘাটন এই টাইপ নতুন কিছু।
✉ ভাল পোস্ট লেখার ব্যাপারে আমার কিছু পরামর্শ। সামুর আগেরদিনের কিছু ব্লগার আছেন যাদের লেখা পড়লে সামুতেই পড়ে থাকতে ইচ্ছে হবে আপনার। যদি আসলেই ব্লগিং করার ইচ্ছেটা ভাল পরিমাণে থাকে, তবে অবশ্যই অবশ্যই সেইসকল পুরনো ব্লগারদের পোস্ট পড়ে দেখতে পারেন। ম্যাজিকের মতো কাজ করবে আপনার কাছে।
✉ কিছু ব্লগার/পোস্টের লিংক-
✤ ইমন জুবায়ের
✤ নাফিস ইফতেখার
✤ !!টোনাটুনি পিঠাঘর - বাংলাদেশের ১০১ পিঠাপুলির নাম ও গড়ন বা রচনা সমগ্র!!
✤ মনকে ভিজিয়ে দেয়া ইন্সট্রুমেন্টাল আর গীটার সলোর জগতে আপনাকে স্বাগতম
✤ কেওক্রাডং ম্যাডভেঞ্চার... :ফেলোশীপ টু ম্যাডনেস
✤ মানবদেহে বিবর্তনের চিহ্ন- বেঙ্গলেনসিস
✤ বিবর্তনের ধারাবাহিকতায় ঠিক কোন জিনিষগুলি আমাদের আধুনিক মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে?
✤ বাংলাদেশের সর্বাধিক দর্শনীয় স্থানের নামের তালিকা: আপনার প্রিয়তে নিতেই হবে
✤ ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা??
✤ পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম
✤ INTERNATIONAL মাতৃভাষা দিবসে FM ড়েডিও’র পক্ষ থেকে শুভেচ্ছা (যেভাবে বাংলাকে বাঁশ দেয়া হয়)
✤ উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায়
✤ ****ফটো রসিকতা - ২ *********
✤ অগুনিত মেহেরের গল্প
✤ ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন)
✤ সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন) (ফানপোস্ট)
✤ সর্বকালের সেরা, বিশটি অমর-প্রেম কাহিনী এবং ভালোবাসার জন্য উৎসর্গকৃত বিশ্ববিখ্যাত সাহিত্যকর্মগুলো
আর কতো, অনেক দিলাম স্যাম্পল লিংক। আসুন সামুর কিছু সহজ ফিচার আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না। সেই ব্যাপারগুলো একটি পোস্টে আগেই আমি দিয়ে রেখেছি। জাস্ট আপনারা ক্লিক করে সেখানে নেভিগেট করুন। আজ আর নয়। ভাল থাকুন! শুভকামনা!!
✤ সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭