1. অবশ্যই হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন যাতে অন্তত ৩০ মিনিট আগে ইন্টারভিউ এর অফিস এ পৌছাতে পারেন।
2. মুখে মাউথ ফ্রেশনার ব্যবহার করুন যাতে দুর্গন্ধ না বের হয় মুখ থেকে।
3. খালি পেটে ইন্টারভিউ বোর্ড এ ঢুকবেন না কারণ তাতে শরীরে শর্করার ঘাটতি হয় এবং মাথা ঠিকমত কাজ করে না।
4. অনুমতি নিয়ে প্রবেশ করুন ও সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং,গুড আফটারনুন,গুড ইভিনিং বলুন।
5. বসতে না বললে চেয়ার এ বসবেন না। বসতে বললে চেয়ার টেনে আসতে আসতে বসুন।
6. শিক্ষার ও অন্যান্য সনদ পত্র একটি ফাইল এ রাখুন। খালি হাতে খোলা ভাবে এগুলো নিয়ে যাবেন না।
7. হাচি, কাশি এলে তা দিয়ে দুঃক্ষিত বলবেন।8. ইন্টারভিউয়ার কোনো খাবার যেমন চা বা বিসকুট অফার করলে ভদ্রভাবে না করুন এবং অফার করার জন্য ধন্যবাদ দিন।
9. চেয়ারে হালকা হেলান দিয়ে এবং শিরদাড়া সোজা করে বসবেন। এতে বোঝা যায় আপনি এ বেপারে কতটুকু সিরিয়াস।
10. মেয়েরা হাতব্যাগটা চেয়ারের পাশে মাটিতে রাখুন কিংবা চেয়ারে ঝুলিয়ে দিন।ছোট হাতব্যাগ হলে আলতো করে টেবিলের একপাশে রাখুন।
11. বেরোবার সময় সময় আবার সময় বুঝে ইন্টারভিউয়ারদের উদ্দেশ্যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বলুন।
ইন্টারভিউতে যা করবেন না
1. কখনই মাথা নিচু করে কথা বলবেন না।
2.চাকরিটা হবে কিনা তা জিজ্ঞাসা করবেন না
3.আপনার পরিবেশ ও পেশার সাথে মানায় না এমন পোশাক পরবেন না।
4. বেশী রঙ্গিণ পোশাক পরবেন না।
5. চেয়ারে বাঁকা হয়ে বসবেন না।
6. তাদের সামনে রুমাল বের করে ঘাম মুছবেন না।
7.হাত চুলকাবেন না।* আমতা আমতা করে কথা বলবেন না।
8. প্রশ্নের উত্তর না জানলে সরাসারি জানি না বলুন।
9. পরীক্ষকদের সম্মান হানি হয় এমন কিছু কবেন না।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫১