আমি যদি গাজী’ ভাইয়ের যায়গায় হতাম জিবনেও সামু’তে লেখার জন্য ফিরে আসতাম না।
হয় বিকল্প কোন প্লাটফর্ম করে নিতাম নিজের জন্য। অথবা বাঁশের কেল্লার মত কোথাও লিখতাম।
নিচে ব্লগার মিররডডল-এর করা পুরো কমেন্ট দিয়ে দিলাম। আমার’ও ধারনা ঠিক এমনি।
I feel so sorry for him.
I'm shocked!!!
আমি জানি ওনার কিছু বিল্ট-ইন প্রবলেম ছিলো, উনি নিজেকে কন্ট্রোল করতে পারেনা কিন্তু সেটা খুব সহজেই ম্যানেজেবল।
যাদের ওনার কমেন্টে প্রবলেম হয় তারা তাকে ব্লক করতে পারতো, কমেন্ট ইগ্নর করতে পারতো।
ব্যান না করেও ওনাকে ওনার মতো ব্লগিং করতে দেওয়া যেতো।
আমি ওনার অসংলগ্ন আচরণকে সমর্থন করিনা, কিন্তু এটা বুঝি যে এই আচরণ ওনার নিয়ন্ত্রনের বাইরে।
এই একটা বিষয়ে ওনার নিজের ওপর কন্ট্রোল নেই। উনি বার বার প্রমিজ করেও প্রমিজ রাখতে পারেন না।
তাই আমি এটাকে ওনার একটা মানসিক সমস্যা হিসেবেই দেখি, যার কোন নিরাময় নেই।
আমার অবজারভেশন হচ্ছে ওনার যেমন অনেক ভুল আছে, একইভাবে অনেক ব্লগারেরাও ওনার সাথে অনেক অন্যায় করে। আবার অনেকে অনেকসময় ওনাকে সঠিক বুঝতে পারে না বা ভুল বোঝে। সমস্যা ওনার একার নয়।
এনিওয়ে, এটা ব্লগ টিমের সিদ্ধান্ত।
আমাদের অনেকের পরিবারেই ওনার বয়সের সিনিয়র সিটিজেন আছেন, যারা এই ধরণের আচরণ করে থাকে।
পরিবারে অনেকেই বিরক্ত হয়, তারপরও মানিয়ে নেয়। কারণ তারা পরিবারের একটা অংশ।
সামুকে আমরা মুখে মুখে পরিবার বললেও আমাদের আচরণ সেটা বলেনা।
আমার সাথেও কত সময় খেলাঘরের কনফ্লিক্ট হয়েছে।
লাস্ট ফিউ মান্থস উনি আমাকে কমেন্ট ব্লক করে রেখেছে।
So what?
আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছি, হয়তো আমার কোন আচরণ ওনার ভালো লাগেনি তাই অভিমান থেকে করতেই পারে।
আমার দৃঢ় বিশ্বাস উনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারেনা, it's kind of disorder.
That's why I feel for him.
I wish I could help him, but unfortunately that's how he is, it's a built-in problem.
এনিওয়ে, খেলাঘর আমার অনেক প্রিয় একজন ব্লগার।
With all his shortcomings, I do like him and respect him.
My best wishes always for him.
I'll miss you খেলাঘর।
পরিশেষে বলি উনা’কে ব্লগে লিখতে দিন। মন্তব্য’ও করতে দিন। জিবনের দীর্ঘ পথ পাড়ি দেওয়া ১জন স্বাধীনতা সৈনিকের স্বাধীনতা টুকু ফিরিয়ে দিন। একটু বড় ক্যানভাসে উনার অবদান চিন্তা করুন। এটাই আমার,ব্লগ কতৃপক্ষের নিকট অনুরোধ॥
সবাই’কে ধন্যবাদ । যারা চাঁদ গাজী’র পাশে থাকছেন সব সময়। এমনকি যারা তার বিরোধিতা করছেন তাঁদেরকেও। একটু ভাবুন সহ ব্লগার হিসেবে মনে হয় খুব বেশি চাওয়া নয়।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:০৪