ব্লগে ১৮+ টাইপের পোস্ট কম না, সেইরকমই একটা পোস্ট দেখলাম লেখা আছে ২১+, কিন্তু ভিতরে দেখলাম ঠিক সেইরকম কিছু নাই, শুরু করছেন পর্ন সাইটের থেকে মারা একটি ব্যাক্তিগত ছবি নিয়ে(একজন অভিনেত্রীর)। বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে মেয়েদের অতিরিক্ত ব্যাবহার আর মেয়েদের পণ্য বানানো (অনেকাংশই সত্যি) নিয়ে ওনার বক্তব্য শুরু হইলেও শেষে যেয়ে দেখি সেই চিরাচরিত "মেয়েদের কাপড়ই দায়ী" টাইপের বক্তব্য আছে:
"বাস্তবে কোন ছেলে বুক খোলা (ওড়না ছাড়া)কোন মেয়ে দেখলে যৌন লালসা চরিতার্থ করার লোভ সংবরন করতে পারে না। আবার কাছে গিয়ে ইউরোপিয়ানদের মত জড়িয়ে ধরে চুমু খাবে বা ডট ডট সে সুযোগ ও নাই "
(পোস্টের লিংক)
এইটা দেখেই মেজাজ কিঞ্চিত বিরক্ত হইল, প্রথমত বাংলাদেশের কোন ছেলে যে ওড়না ছাড়া বা ফতুয়া পড়া মেয়ে দেখলেই যে "লালসা চরিতার্থ করার লোভ সামলাতে পারেনা" এইটা অত্যন্ত আপত্তিকর আর ছেলেদের জন্য অপমানজনক ভাবনা। ২য়ত, আমেরিকা বা ইউরোপ নিয়ে অনেকেরই একটা ফ্যান্টাসী আছে যে এইগুলা মনে হয় ফ্রী সেক্সের দেশ, যেখানে সেখানে যে যেভাবে পারে করতেছে, এই ধারণটাও পুরা অবাস্তব।
তো সেইটা এত বিস্তারিত না লিখা লিখলাম যে আপনার ২ টা কথাই গাঞ্জা। লেখক আমারে জিজ্ঞাসাও করলেন যে কেন আমার এরকম মনে হইল (অত্যন্ত ভদ্রভাবেই জিজ্ঞাসা করসেন), তো সেইটার রিপ্লাই দিয়া দেখি, ওমা, একটু পর কমেন্ট গায়েব!
আর আমি ব্লক। এর মধ্যে অবশ্য ওনার পর্ন সাইটের ছবি নিয়ে কিঞ্চিত কথা হইছে, সেইটার জবাবও উনি একটুও রাগ না করে অত্যন্ত শালীন ভাষায় উনি দিছেন (যদিও উনার জবাব আমার পছন্দ হয় নাই), কিন্তু খামাকা কমেন্ট মুছলেন কেন???
কোন রকম গালি গালাজ করি নাই, ব্যাক্তি আক্রমণ করি নাই, অপ্রাসঙ্গিক কথা বলি নাই---তাই ব্লক খায়া মেজাজ আমার খারাপ। এইখানে কমেন্ট খান তুলে রাখলাম।
" বাস্তবে কোন ছেলে বুক খোলা কোন মেয়ে (ওড়না ছাড়া) দেখলে যৌন লালসা চরিতার্থ করার লোভ সংবরন করতে পারে না। "
আর আপনার এই গাঞ্জা কথার কী জবাব দেব! উঠতি বয়সের ছেলেরা মেয়েদের সাহচর্যে শিহরিত হয়, এইটা তো চিরন্তন সত্য, সেই শিহরণ হিজাব পড়া কোনো মেয়ের হাসি শুনেও হবে। তবে "লোভ সংবরণ করতে পারে না" এটার মানে কি?? যদি "লোভ সংবরণ" না করতে পেরে কোনো কুকীর্তি করে বসে, সেটার দায় কেন ফতুয়া পড়া মেয়েটা নেবে? এটার দায় পুরাটাই কুকীর্তি করা ছেলেটার আর তার শিক্ষা আর ভদ্রতার অভাবের। যার শিক্ষার অভাব, সে পুরা বোরকা পড়া মেয়ে দেখেও ২ নাম্বারী করবে, সেটাই স্বাভাবিক।
আপনার কথায় আপনি সব ধরনের ছেলেরেই বললেন "লালসা চরিতার্থ করার লোভ সংবরন করতে পারে না।" আপনার ধারণা নিতান্তই ভুল, সব ছেলেই আপনার চিন্তামত ছ্যাঁচড়া না।
যে দিনকাল পড়সে, কিছুদিন পর ঢাকার গাড়িচোরেরা আপনার যুক্তি ধরে লিখবে "বাস্তবে কোনো গাড়িবিহীন যুবক, ড্রাইভারছাড়া কোনো গাড়ি দেখলে তার গাড়ি চুরির লালসা চরিতার্থ করার লোভ সংবরন করতে পারে না।"
মন্তব্য শেষ। পোস্ট লেখকের বোঝা উচিত, ব্লক কইরা দিয়া গালিগালাজ ঠেকানো যায়, প্রাসঙ্গিক আলোচনা ঠেকানো যায়না।