গুড়ি গুড়ি বারি ঝরে এলো বরষা
নীলাকাশ ছেঁয়ে যায় কালো ধুয়াশা,
মেঘমালারা ফিরে পায় দুর্বার বেগ
একে একে জড়ো হয়,শুনায় আবেগ !!
সমাবেশ করে যেন দেয় জানিয়ে,
গগনের সীমানাটা যাবে ছাড়িয়ে!
চমকায় বিদ্যুৎ, বাজে বজ্র নিনাদ
আজ তারা ধুয়ে নিবে নিখিলের খাঁদ!
একসাথে দিবে তারা মহাপথ পাড়ি!
সেথা যেন মিশে যাবে যেথা স্বীয় বাড়ি।
এই যেন পণ করে আসছে ধেঁয়ে,
যেথা হতে উত্থান, মিশে সেথা যেয়ে।
উৎসের সাথে মিশে হয় একাকার,
পূনরায় সাধ করে উর্ধে যাবার।
আবার সে ভেসে চলে বাষ্প বেশে,
পূণ-ফিরবার ঈংগিত জানায় হেসে!
চুপিচুপি বলে যায়, আবার আসবে ধরায়
আধার কালো দিনে,বজ্রধ্বনির শেষে!!!