এতো কেন অসুরতা ? মানবতা গেল কোথা ?
বুক ভরা কাতরতা ,ঘুনে ধরা নীতি- কথা ,
হীন অকর্ম - অসারতা, লাশ পরে যথা তথা ।
শান্তির সু- বার্তা , আজ যেন উপকথা ।
দূর হোক অজ্ঞতা ,হৃদ কোনে কি যে ব্যথা !
আয় ফিরে মানবতা , বিশ্বের ঘরে ঘরে ,
আয় ফিরে এই বারে, ঘোর কেটে নব ভোরে ।
সব হৃদয়- চেতনা জুড়ে , বিশ্বের দরবারে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২১