রাত ১১ টার একটু বেশি,গুলশান ৭১ নং রোডের মাথায় দাড়ায় আছি। ১০০ গজ দূরে ৪জন পুলিশ এটেনসন হয়ে দাড়ায় আছে। পুরাই ভূতুরে এক পরিবেশ। চারদিক শুনশান ।কোন রিকশা নাই,কোন লোকজনের চলাফেরা নাই। প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ আর সোয়াট টিমের লোকজন আর পাচ মিনিট পরপর টহল গাড়ি যাচ্ছে।আমার তো ভয় লাগা শুরু হইল।
কালকে রাতে দেখলাম সোয়াট টিমের এক গাড়ি থেমে আছে,একেকজনের উরুর কাছে পিস্তল বাধা,সিনেমা সিনেমা লাগতেছিল।
গুলশানের নিরাপত্তা ভয়ংকর ; পুরা যুদ্ধ যুদ্ধ অবস্থা।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ রাত ১:০৩