আহমেদ সাহেবের হার্ট এটাক হইছে পরশু রাতে,হাসপাতাল নেয়ার পথে মারা গেছেন। উনি সমাজের বিগ শট টাইপের লোক,স্বভাবতই চারদিকে শোকের মাতম চলতাছে। টিভি নিউজে লাল স্ক্রল দিয়া তার মৃত্যু সংবাদ দেখানো হইতাছে,খবরের চ্যানেল গুলা কেউ কেউ লাইভ কাভারেজ দিচ্ছে।খবরের কাগজের হেড লাইনে চলে আসছেন তিনি।
তার মৃত্যুর কারণ নিয়া তদন্ত শুরু করলো প্রফেশনাল আর নন-প্রফেশনাল গোয়েন্দারা।ব্যাপক তদন্তের পর আইজকা বাইর হইয়া আসছে আহমেদ সাহেব পিৎজা হাট আর কেএফসি এর ফেসবুক পেজে লাইক দেয়া ছিল;এমনকি তিনি মৃত্যুর মাস খানেক আগে পিৎজা হাটের বিফ পিৎজার একটা মেন্যু শেয়ারও করছিলেন।গোয়েন্দারা বিশিষ্ট চিকিৎসক গণের মতামত নিয়া জানিতে পারিলেন এই সব জাংক ফুডই আহমেদ সাহেবের মৃত্যুর কারণ।
এই সংবাদ চাউর হওয়া মাত্রই সমাজের নানা স্তর থেকে পিৎজা হাট,কেএফসি বন্ধের দাবি ওঠা শুরু হইছে। আইজাকার পেপারে গুনি ব্যাক্তিবর্গ মতামত জানাইলেন এগুলা ব্যান না করলে আহমেদ সাহেবের মতো আরো মেধাবী সমাজসেবি(বিগ শট)দেরকে আমরা হারাইতে পারি।
সর্বশেষ: শেষ খবর পাওয়া মাত্র পিৎজা হাট, কেএফসির আউটলেট গুলো পুলিশ ঘিররা রাখছে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬