অনেকদিন আগে 'বালিকা বধূঁ ' নামে একটা বই হাতে পেয়েছিলাম । তার চমৎকার দৃষ্টি নন্দন প্রচ্ছদে মুগ্ধ হয়ে গিয়েছি যখনই দেখেছি বইটি । অনেকবার হাতে নিয়েও পড়া হয় নি মুগ্ধতাবোধে। তবু তার ঝকঝকে সুন্দর প্রচ্ছদে মন ভরে আছে আজো ।
তেমনি এক সৃষ্টি সামহয়্যার ইন ব্লগের ব্লগারদের লেখা নিয়ে ই -বুক সৃষ্টিতে অদম্য উৎসাহী , যার নিজের বৈচিত্রময় লেখা নিয়ে সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে সেই ~ স্বপ্ন ~ এর
ই-বুকঃ বুকের জমিনে ছোট পারিজাত এক.....
http://www.somewhereinblog.net/blog/shopnojoyiblog/29158676 !
চমৎকার অলঙ্করন , সাজ- সজ্জা দেখে মনে হচ্ছে এটি না পড়লেও চলবে , দেখে সুখ ! বিষমভাবে ঠকিয়েছে স্বপ্নজয় আর তার সাথে সাথে বাবুনি সুপ্তি সেই 'বালিকা বধূঁ ' বইয়ের প্রচ্ছদ শিল্পীর মত ! সহেলীর লেখারা সব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে তাদের সযত্ন মনোহর রূপ যার রূপকার এরা দুজন এবং সহেলীকে ভুলে স্বপ্নজয় আর বাবুনির স্তুতি করছে ! যা তাদের প্রাপ্য ।
ব্লগার স্বপ্নজয়ের করা এক ই- বুকে ব্লগার ' সব যদি আজ বদলে যেত ' এর অনুরোধ কে আরো এক ধাপ আগে বাড়িয়ে দিল অপসরা । স্বপ্নজয় তার নামের সার্থকতা প্রমান করতে বদ্ধপরিকর , সাথে পেয়েছে বাবুনি সুপ্তিকে । এই দুইজন সময় সাপেক্ষ জটিল এ কাজটিকে অত্যন্ত আন্তরিকতার সাথে শেষ করে ব্লগে প্রকাশ করতে পেরেছে , যা এই ই -বুক দেখলে নি:সন্দেহে স্বীকার করতে হয় । সহেলীর শব্দভান্ডারে যোগ্য শব্দের অভাব পড়ে গেছে এদের ধন্যবাদ জানাবার জন্য । মূল্যবান সময় এবং মেধা এই ই - বুক তৈরীতে তারা যেভাবে ব্যয় করেছে সেটা অপ্রত্যাশিত একজন অচেনা অজানা সহেলীর কাছে !
ধন্যবাদ সামহয়্যারইন ব্লগকে এমন একটি প্লাটফর্ম দিয়ে সাধারন ঘরোয়া একজনকে লেখক করে তুলবার জন্য এবং অতি অবশ্যই সব ব্লগারদের যারা নিরন্তর অনুপ্রেরনা দিয়ে সহেলীকে এ পর্যন্ত নিয়ে এসেছে ।
আপন মনের মাধুরী মিশিয়ে অবলীলায় লিখে যাওয়া এসব কবিতা গল্প সহেলীর আরাধনা । সে আরাধনা উপহার হয়ে থাক অন্তর্জালের বিভিন্ন ধারায় , শুভকামনায় সিক্ত হয়ে অনন্তকাল ।
প্রিয় গান মনে আসে , বধূঁ কোন আলো লাগল , লাগল চোখে.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬