দেখা হলে কি হয় , অদেখার অপেক্ষা যখন শেষ হয়
তখন দীর্ঘসময় এক বিকেলের কাছে হারিয়ে যায়
তারপর দেখা হবার অপরাধ জর্জরিত করে
ভেঙ্গে দেয় সময়ের চাঁকা , ঘোরে না সময় !
দেখা না হওয়া উত্তম . কোনদিন যদি দেখা না হয়
সেই ভাল পিছনের পথে হাটা , একাকী
নিজ হাত হাতের ভিতরে রাখা ,
মুঠিবদ্ধ থাক ফেরারী সময় ।
দেখা হলে কি হয় , দেখা হলে কি ফিরে যাওয়া যায় ---
ফিরে চাওয়া যায় পুরোন সময় , ফিরে পাওয়া
হয় অবেলায় ডাক ! সুধীজন ভীড়ে কে কাকে
ফেরায় , কার কাছে থাকে পরিচয়লেখা ;
কেন আর খোঁজা সুগন্ধী রুমাল ---
রুমালের ভাঁজে থাক অতীত ধবল ।
অদেখায় থাক ভাগ্য লিখন , না পাওয়া সাথী --
অপূর্ণ সাধ , অদেখায় ডুবে থাক শ্রাবনের ধারা
অদেখায় নীরব থাক যত চেনা কোলাহল ,
মুখরিত দিন , চেনা মুখখানি দূরে থাক পড়ে --
না হোক দেখা আর , না হোক কথা ---
দেখা হয়েছিল মনে থাক জেগে ,
এক জীবনের ভোর বেলাতে গেয়েছিল পাখী
চলে গেছে দূরে , ভুলে গেছি তার কথা --
এইটুকু থাক মনে ।
(সমুদ্র কন্যার দেয়া নীরেন্দ্রনাথ চক্রবর্তী র ' দেখা হবে' কবিতা পড়ে এ লেখা ; না লিখতে হলে ভাল হত জানি । )
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭