তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় রাখি ....
http://www.esnips.com/doc/8eec395a-0038-46f8-bc3a-aa8591370034/011.-Tomader-Ashirbader-Ei-Shatadal-Mathay-Rakhi_Mohammad-Rafi_Modern
গানের কথাগুলো মনের মত ।
এখানে বলবার মত করে সাজানো ।
আজ বর্ষপূর্তিতে অনেক কথা বলতে ইচ্ছে করছে । অদ্ভুত এক জগৎ সামহয়্যার ইন ব্লগ ।
সবচেয়ে প্রিয় প্রোফাইল চাঙ্কু । যে নিকের মানুষটা সব সময় সবাইকে খুশীতে ভরিয়ে রাখতে চায় । তার প্রোফাইলটা তার স্বভাবের সাথে যায় ।
কখনো দেখিনি অন্যে আঘাত পাবে এমন কথা সে বলেছে ।
আর আছে অনেকের মত একজন জেরী । কার্টুন জেরীর মতই দুষ্টু এবং পরোপকারী । মাঝে মাঝে ইচ্ছে করে জেরীর পেছনের মানুষকে দেখতে ।
একজন আছেন পারভেজ । অত্যন্ত মার্জিত , সহযোগীতার মানসিকতা সম্পন্ন । প্রথম থেকে দেখছি লেখালেখির ব্যাপারে তার ব্লগে গিয়ে কোন পরামর্শ চাইলে কখনো বিমুখ করেন নি ।
এমনি করে বলতে গেলে আজ একবারে ২০০তম পোষ্টের লেখা লিখতে হবে । সবার কথা মনে আসছে ।
অনেকবার ব্যান চেয়েছি কতজনের । বলা হয়নি ,আজ বলি । ।
সুনীল সমুদ্র , সাজি , অপসরা , নির্ঝর নৈ:শব্দ , সৈয়দ আফসার এবং এমন লেখার আরো কজনকে কতবার ভেবেছি ব্যানের জন্য আন্দোলনে নামবো । কেন হল না করা সে আন্দোলন , সে কথার কি জবাব দেব ? তবে এটা বলতে পারি , সুনীল সমুদ্রের অনেক কবিতা ইচ্ছে থাকা সত্ত্বেও দ্বিতীবার পড়তে পারিনি । সাজির লেখাতে গিয়েও ফিরে এসেছি । সুনীল এবং সাজির কিছু লেখা পড়ে আমি টেবিলে মাথা রেখে চোখের জল ফেলেছি । তাদের লেখার গভীরতা আমাকে অসহজ এক স্বচ্ছতায় ঘিরে ফেলে ।
আজ বলছি যা মনে আসছে ।
তারপর কজনকে ব্লক করবার জন্য মহা চেষ্টা আমার ।
অনন্ত দিগন্ত , লীনা দিলরুবা , তাজা কলম , নতুন , শ্রাবনসন্ধ্যা , সামছা আকিদা জাহান , মুখ ও মুখোশ এবং মন্তব্য করে আমাকে আবেগপ্রবন করে দেবার মত অপরাধ যারা করেছে দিনের পর দিন তাদের ব্লক করবার ইচ্ছা পোষন করেও করা হয়নি । আর তাই নিয়ত জর্জরিত ।
তবে এটাও অস্বীকার করবো না যে তারা আমার লেখা পড়েছে কিনা সেটা বার বার খুটিয়ে দেখতে ভুল করি নি । কেউ মিস করে থাকলে ডেকে নিয়ে আসতেও দ্বিধা ছিল না ।
আজ যদি ব্লগে বলি আমার পা ভেঙ্গে গেছে হাটতে পারছি না , আমি দিব্যচোখে দেখতে পাচ্ছি ব্লগের অনেকজন এগিয়ে আসছে আমাকে ধরে হাটাবার জন্য ; দেশ বিদেশ থেকে পাঠানো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের ক্র্যাচের স্তুপ জমে গেছে আমার বাসার সামনে । রীতিমত ক্র্যাচের বিশাল এক দোকান আমার , বড়লোক হয়ে গেছি !
সেই ক্র্যাচ দিয়ে আঘাত করে অন্যায় তাড়ানো যায় , দু:খবোধ দূর করা যায় ! আবার নিজেকে অন্যদের সাথে সমান করে এগিয়ে নেয়া যায় ।
দিনের পর দিন নিরানব্বই খানা প্যান প্যানানি , ন্যাকা ন্যাকা রুমান্তিক (চাঙ্কুর ভাষা ) লেখা দিয়ে সবাইকে তটস্থ করে আজ শততম এ লেখায় বলতে বাধ্য হচ্ছি সা.ইনে বসলে জানা যায় মানুষ মানুষই আছে ।
এখানে অদ্ভুত সব প্রোফাইলের পেছনে অদ্ভুত সব সুন্দর মানুষেরা বাস করে ।
সবার বন্ধুসুলভ আচরন মনে রাখবার মত ।
ধন্যবাদ এক বিশেষ বন্ধুকে যার কারনে সহেলী এসব লেখায় মন প্রান ঢেলে দিয়ে মুক্তির আনন্দটুকু উপভোগ করেছে , অঞ্জলী ভরা থাক্ তার কল্যান কামনায় । সে আমার দূর আকাশের এক তারা , ধরার বাইরে ধরনীর মাধুর্য্যভরা সুখ আমার ।
ধন্যবাদ সামহয়্যার ইন ব্লগকে এমন একটি ক্ষেত্র উপহার দেবার জন্য ।
( অনেকের নাম মনে আসছে , এখানে উল্লেখ করা হয় নি । জানি সবাই জানে তাদের অবস্থান আমার কাছে আছে কোথায় )।
নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য ।
*** গানটি অপসরা মনে করে শুনবে , একবার এই গানের কথা শুনে বলেছিলে জীবনেও শোননি ।
এবং অন্যরাও । নিশ্চিত আমি ভাল লাগবে সবার । লিরিকস দিতাম , অনেক বড় হবে লেখা তাই দেই নি ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯