পড়া লেখার সে সবদিনে পাঠশালাতে ,
জলের স্রোতে ভেসে যাবার ভয় ছিল কি ?
ঢালু পাড়ে ছিলে নিজে , ধরেছিলে শক্ত হাতে --
পড়ে যাব , ভয় ছিল কি ?
পড়ার ফাঁকে যাইনি পড়ে বিশাল গভীর অন্ধ খাঁদে ...
ফুলদলে দলে গেছে অনেক বেলা ,
কাছে থাকার দিন ফুরাল , যে পথ ছিল ফুলেল সেদিন ,
সে পথ গেল দূরে সরে , চলে গেল ভিন্ন পথে ভিন্ন বাঁকে --
উদাসীন এক পাগলা হাওয়া
ফুল পাপড়ি উড়িয়ে নিল দূর আকাশে ছড়িয়ে দিতে....
দুইটি পথের চলা ছিল পাশাপাশি ,
ছিল আকাশ মেঘছড়ানো , মায়াভরা বাতাস ছিল
চলতে চলতে পথের ক্লান্তি ফুরিয়ে যেত পূরোন দিনের
গন্ধ ভরে বুকের ভিতর শ্বাসে শ্বাসে ,
পথটা হঠাৎ পথ হারাল , চেনা দিনের আলো এসে ঘোর লাগাল...
মনের ভিতর গভীরতম গোপন ঘরে
হৃদয়খানি যত্নে ছিল মনে এল , মনে এল সেই
যে সেদিন পড়শী ছিল , পড়ার ছলে মন পড়েছে ,
হৃদয় তার রেখে গেছে অগোচরে ---
অধিকারের পথ করে সে পালিয়ে গেছে অনেক দূরে ....
ছবি আঁকি মনের পাতায় , তিনপ্রহরে স্বপ্ন দেখি
এখনো দিন আছে বাকী , ভালবাসার আলো জ্বেলে
মনের ঘরে ঠাই করেছো ,জেগে থাকি সেই সে আলোয় ,
সেই যে কবে ভালবাসার খেলা ছিল --
আজ সে খেলা সত্যি হোল , সত্য শিখা জ্বলছে জ্বলুক অনন্তকাল ....
ছবি: গুগল এবং রানা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯