কখনো কখনো ভুল , ফুল হয়ে ফোটে ;
নিজেকে খুঁজে পাই ভুলের মাশুলে ।
মাঝে মাঝে নিজেকে খুঁজে পাই ;
আবার হারিয়ে যায় অনেক দূর অচিন দেশে .....
সেই যে কবে পথ হারালাম ভালবাসার সর্বনাশে ।
এতদিন ভেবেছি আমার কাছে আমি চেনা !
ভুল , সবই ভুল । এই আমি--র সন্ধানে পথ চলি এখন ,
পাথেয় ভুলের মঞ্জরী , নির্ভুল সত্যের গৌরব ।
খুঁজছি ; কি খুঁজছি , কেন ?
জানি না । কি হারিয়ে গেছে তাও গেছি ভুলে ....
জড়িয়ে গেছি অনন্ত ভুলের মাশুলে....
ভুল ফুল হয়ে ফোটে , জড়ায় মঞ্জরী প্রাপ্তির
নিষ্পাপ আলোতে ।
মরে যেতে ইচ্ছে করে ! পারিনা ।
চলে যেতে চাই যার কারনে তাকে
রেখে যেতে পারি না একা।
নির্মান করি বিচ্ছেদের পাথর বসিয়ে ,
কোন খাঁদ নেই , নিখুঁত প্রাসাদ ;
সেই প্রাসাদের অধিপতি হতে চাও ?
কতটা নিঠুর , কতখানি পাষান !
মোহন বাঁশী শুনব না , তাই
ছুটে যাই দূরে , চোখ খুলে দেখি
বাঁশী ওয়ালার সান্নিধ্যে !
জয়ী হতে চেয়েছো সবখানে ,
পেরেছো কি ? হার মানা হার পরেছি নিজ গুনে ;
জয়টীকা দেব বলে চোখ তুলে পরাজিত মুখ
কেন দেখি ? এক মালায় দেখি দুইজনে ।
তোমাকে ভুলতে পারি সবকিছু , সব ছাড়তে রাজী--
তোমাকে ছাড়া , রাগ- অভিমান তোমার জন্য
আকাশ সমান । তার উপরে বসত ভিটা অনুরাগের
দুইটি আসন পাশাপাশি মিশ্ররাগের ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৮