' ভুলে যেও তুমি আমাকে ' অভিমান করে বলা কথা আমার সেদিনের । সুবোধ বালকের মত বলা মাত্রই ভুলে যাবে আমাকে মনে করেছি ।
কেমন অবুঝ আমি , কতটা অবোধ !
কৈশোর পেরোন প্রজাপতি মন নিয়ে দু'জনের লুকোচুরি খেলা ছিল যে দিনগুলোতে , সে সব দিন কত দিনের পুরোন , মনে পড়ে ?
পদ্মার বুকে কতখানি বয়ে গেছে জল , জেগেছে নতুন চর বুকের পরে তার দেখো চেয়ে । আমরা কি পেরেছি ভুলতে দেখা হওয়া দিন , অদেখা বিমূর্তপ্রহর !
শুধু কি তোমাকে বলেছি , ভুলে যেতে ?
নিজেকেও করছি শাসন , ভুলে যেতে হবে একজনকে যে কখনো মনের আঙিনা থেকে ঘরের আঙিনায় পা ফেলতে পারবে না । কি লাভ মনে রেখে , ক্ষতির হিসেব !
স্মৃতি বড় বেপরোয়া , চঞ্চলবেগে ছেয়ে যায় বর্তমান । সুতীব্র দহন জ্বালায় মনে রাখা খনিতে আগুন জ্বলে , জ্বলে মানিক । পুড়ে পুড়ে শক্ত , কঠিন হয়ে যায় ।
কি হল এক রত্তি জীবনে ? পুরোপুরি নিজেকে পাওয়া হল না , অন্যকেও না ।
জানি তোমার কষ্ট হচ্ছে , কষ্টগুলো কি কোনদিন কেউ জানতে পারবে ? পারবে না , তুমি সেই মানুষ নও , ছিলে না কোন কালে । ভুলে থাকার ক্ষনে কি দুর্বিষহ হয় স্মরনডালি ! জানি , ব্যস্ত থাকছো কাজে , সেই ভাল । উঁকি দিয়ে যায় যদি সেদিনের অবোধ বালিকা মনের জানালায় , তাকে আশীর্বাদ করো ; পারে যেন ভুলে যেতে তোমাকে । সরে দাড়াবে সে জানালার পাশ হতে ।
আমার কোন কষ্ট হয় না , কেন হবে ? কার জন্য , কিসের কারনে ?
এক একবার মনে হয় নিজেকে ভেঙ্গে টুকরো টুকরো করি ; তারপর আবার নির্মান করি নতুন একজন আমাকে , সম্পূর্ন তুমিহীনা ।
পারব কিনা জানি না ।
চেষ্টা করে দেখতে চাই ।
দেখবে একদিন ঠিক ভুলে যাব যে আমার নিজের জন্য কিছু পাওয়ার কথা ছিল , পাইনি ।
একজনের ঋন শুধরে দেবার প্রাচুর্য ছিল , দেয়া হয় নি ।
ভুলে যাব সব , একদিন এমনি করে নিজেকেও ভুলে যাব ।
চল , একবার আবার অচেনা হয়ে যাই আমরা দু'জন ....
Click This Link
( যে গান শুনি ,
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০