জানো তুমি সব , অভিমান নেই কোন আমার ; নেই রাগ , দু:খ । ভালবাসার অধিকার ছেড়ে দিতে পারবোনা বলে ছেড়েছি তোমাকে ।
ভুলে যেতে পারবোনা জেনে গেছি তাই তোমার ঠিকানা ইচ্ছেদূতের হাতে দিয়ে হারিয়ে ফেলেছি । প্রতি পলে মনে আস তাই পৃথক কোন গৃহ গড়িনা তোমার বসতের ।
তুমি আছ তাই সুন্দরের আড়াল খুঁজিনা , তোমার দেয়া ঐশ্বর্য্য ডালা হাতে বসে আছি অনন্ত নির্বিকার ।
তোমাকে পেয়েছি অখন্ড তাই আর নিজের উপমা খুঁজি না ।
তোমাকে কেউ দু:খ দিতে পারে না । আমি চেয়েছিলাম পারিনি । দু:খগুলো কখন যেন অন্যকিছু হয়ে গেল তোমার কাছে পৌছুবার আগে ।
পরশপাথর কি দূর থেকেও বদলে দিতে পারে সব ! তুমি কি আমার অভিযোগ , আঘাত সব রূপান্তরিত কর মধুরিমায় !
জানি তুমি মনে মনে খুঁজছো আমায় । আকাশের যে তারাটি তোমার ভাল লাগে তাকে আমার নাম ধরে ডেকো - ঠিক সাড়া দেবে ।
দূর্বায় শিশিরবিন্দু আমি । হারিয়ে যায় কি কখনো শিশিরের কান্না ! ফিরে ফিরে আসে ।
ভূবন ভোলানো এক মায়ার পথ-সোপান বেয়ে উঠতে উঠতে পিছনে তাকিয়ে দেখি নেই ফেরার ধাপ , সরিয়ে নিয়েছে ভাগ্য দেবতা । হয় স্থির না হয় পরশ পাথরের অভিমুখে চলা .....
এ একান্ত চলা মন-মন্দিরের ইশারায় ।
তুমি আছো আমি আছি পৃথিবীর দুই প্রান্তে নি:শ্বাসের মত সহজাত আপন ।
অসীম শূণ্যতায় আমি তোমার কারনে ; আবার এই তুমিই আমার পরিপূর্ণতা ।
এই গান -- ' তুমি একজনই শুধু বন্ধু আমার , শত্রুও তুমি একজনই ...
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১